শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় বছরের প্রধান ফসল ইরি-বোরো ধানের আবাদ শুরু

উল্লাপাড়ায় বছরের প্রধান ফসল ইরি-বোরো ধানের আবাদ শুরু

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বছরের প্রধান ফসল ইরি-বোরো ধানের আবাদ শুরু হয়েছে। বিভিন্ন এলাকার কৃষকেরা এ ধানের চারা রোপণে এখন ব্যস্ত সময় পার করছেন। চাহিদা বাড়ছে মাঠের কাজের দিন মজুরদের। উপজেলা কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, এবারের মৌসুমে উল্লাপাড়া উপজেলায় ৩৩ হাজার ২শ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের সরকারি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উপজেলার উধুনিয়া, বড়পাঙ্গাসী, মোহনপুর ও বাঙ্গালা ইউনিয়ন এলাকায় সব চেয়ে বেশি পরিমাণ জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা আছে। কৃষকেরা ব্রি-২৯, ব্রি-৫৮, ব্রি-২৮, ব্রি- ৭৪, ব্রি-৮৯, এসএল-৮ ও হাইব্রিড বিভিন্ন জাতের ধানের নিজস্ব বীজতলা করেছেন। এবারে বীজতলা হয়েছে প্রায় ১ হাজার ৭শ ১০ হেক্টর পরিমাণ জমিতে। এর মধ্যে ব্রি-২৯ জাতের ধান সবচেয়ে বেশি পরিমাণ জমিতে আবাদ করা হবে জানানো হয়। উপজেলার রামকৃষ্ণপুর, সলঙ্গা, হাটিকুমরুল ইউনিয়নসহ আরো বিভিন্ন এলাকার মাঠে কৃষকেরা আগাম করে ইরি-বোরো ধানের চারা রোপণ করছেন। কৃষকেরা তাদের নিজস্ব বীজতলা থেকে চারা সংগ্রহ করে জমিতে রোপণ করছেন। উল্লাপাড়া উপজেলা অঞ্চলের ইরি-বোরো আবাদে জমিতে পানি সেচে কৃষকেরা গভীর নলকুপের পাশাপাশি ব্যাক্তি মালিকানাধীন অগভীর ডিজেল ও বিদ্যুৎ চালিত সেচ মেশিন ব্যবহার করে আসছেন। এরই মধ্যে সেচ মেশিনগুলো চালু করা হয়েছে। উপজেলার পুকুরপাড়, বাখুয়াসহ আরো কয়টি মাঠে সরেজমিনে দেখা গেছে, কৃষকেরা পাওয়ার টিলারে জমিতে হাল চাষ ও ধান চারা রোপণ করছেন। একাধিক কৃষক জানান, তারা আগাম করে এ ধান চাষ করছেন। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আজমল হক জানান, সলঙ্গা, রামকৃষ্ণপুর, হাটিকুমরুল ইউনিয়ন এলাকায় কৃষকেরা আগাম করে ধান চাষ করছেন। এ সব এলাকার কৃষকেরা জমি থেকে রোপা আমন ধান কেটে নিয়ে এখন ইরি-বোরো ধান চাষ করছেন। তিনি আরো জানান, উপজেলা কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমিন সুমী এ ধান ফসলের আবাদে মাঠ পর্যায়ে কৃষকদেরকে বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ দিচ্ছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments