বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটে আন্তজার্তিক শান্তি ও মানবতায় অ্যাওয়ার্ড পাওয়ায় সংবর্ধনা ও বিনামুল্যে চিকিৎসা সেবা

জয়পুরহাটে আন্তজার্তিক শান্তি ও মানবতায় অ্যাওয়ার্ড পাওয়ায় সংবর্ধনা ও বিনামুল্যে চিকিৎসা সেবা

শফিকুল ইসলাম: ভারতে ওয়ার্ল্ড হিউম্যানিটি কমিশন কর্তৃক আন্তজার্তিক শান্তি ও মানবতায় অ্যাওয়ার্ড পাওয়ায় জয়পুরহাটের জামালগঞ্জে স্থানীয় সমাজকর্মী খোরশেদ আলম কে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। এ সময় সমাজকর্মী খোরশেদ আলম এর উদ্যোগে ওই এলাকার অসহায় মানুষের মাঝে বিনামুল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। আক্কেলপুর উপজেলার চকবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা ও বিনামুল্যে চিকিৎসাসেবা অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক জয়নাল আবেদিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিম, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু রায়হান, জয়পুরহাট টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি যমুনা টিভির স্টাফ রিপোর্টার আবদুল আলীম, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও বিটিভি জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, স্থানীয় ইউপি সদস্য রেজুওয়ান চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ প্রমুখ। অনুষ্ঠানে ভারতে আন্তজার্তিক মানবতা পুরস্কার পাওয়ায় খোরশেদ আলম কে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানায় গ্রামবাসীরা। এরপর এলাকার প্রায় ৫শতাধিক গরীব, দুঃখী মানুষ এবং চকবিলা স্কুলের শিক্ষার্থীদের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। খোরশেদ আলম বলেন, আমি কোন রাজনৈতিক দলের নেতা নয়, আমি সকল সেবা করতে পারি, আমার একটাই পরিচয় আমি একজন জন সেবক, আর জসসেবক হয়েই আপনাদের পাশে আজীবন বেঁচে থাকতে চাই। খোরশেদ আলম দীর্ঘদিন ধরে স্থানীয় বেসরকারি সংস্থা জাকস ফাউন্ডেশনে সিনিয়র সহকারী পরিচালক হিসাবে কর্মরত এবং অসহায় মানুষদের বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করে সমাজ সেবা করে আসছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments