শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ৩ দফা দাবি আদায়ে মটর মালিক সমিতির ধর্মঘটের আলটিমেটাম

রংপুরে ৩ দফা দাবি আদায়ে মটর মালিক সমিতির ধর্মঘটের আলটিমেটাম

জয়নাল অঅবেদীন: রংপুরে ৩ দফা দাবি আদায়ে মটর মালিক সমিতি ধর্মঘটের আলটিমেটাম ঘোষণা করেছে। রোববার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে আয়োজিত জেলার বাস ট্রাক ট্যাংলরি মালিক ও শ্রমিক সংগঠনের যৌথ সভায় ধর্মঘটের আলটিমেটান দেন রংপুর জেলা মটর মালিক সমিতির যুগ্ন সম্পাদক ও রংপুর বিভাগ সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য সচিব এ কে এম আজিজুল ইসলাম রাজু। সমাবেশে বক্তব্য রাখেন রংপুর জেলা মটর মালিক সমিতির কোষাধ্যক্ষ আখলাক হোসেন সুইট, সহঃ সড়ক সম্পাদক মোতালেব হোসেন বাদল, দপ্তর সম্পাদক মোজাহারুল আজম চৌধুরী, জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক। সমাবেশে বক্তারা বলেন, আমাদের দাবিগুলো মানা যৌক্তিক হলেও প্রশাসন বিভিন্ন সময় শুধু টালবাহানা করে আসছে। দাবিগুলোর মধ্যে রয়েছে, আন্তঃ জেলা দ্বিতল বাস চলাচল বন্ধ করতে হবে। রসিকের প্রতি থানায় গাড়ীর কাগজপত্র চেকিংয়ের নামে পুলিশী হয়রাণী বন্ধ করে নির্দিষ্ট একটি জায়গায় অথবা বাস ও ট্রাক টার্মিনালে চেকিং করার ব্যবস্থাসহ চেকিং পরবর্তি টোকেন লাগানোর ব্যবস্থা গ্রহণ। হাইওয়ে হতে লেগুনা, পিক আপ ভ্যান, থ্রি হুইলার, ব্যাটারী চালিত অটো, ট্যাক্টর, ট্রলি, ডিজেল চালিত রেজিস্ট্রেশন বিহিন অবৈধ যান চলাচল বন্ধ করতে হবে। দাবির প্রতি সমর্থন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে দাবি সম্বলিত চিঠি বিভাগীয় কমিশনার, আরপিএমপি কমিশনার, জেলা প্রশাসক, র‌্যাব ১৩ অধিনায়কসহ রংপুর বিভাগের সকল জেলার মালিক ও শ্রমিক ইউনিয়নে পাঠানো হয়েছে।রংপুর জেলা মটর মালিক সমিতির যুগ্ন সম্পাদক বলেন, আমরা বিভিন্ন বিভিন্ন সময় আমাদের দাবিগুলো বাস্তবায়নে প্রশাসনকে চাপ দিয়ে আসছি। তারা শুধু সময় ক্ষেপন করে আসছে। আমাদের আর কালক্ষেপন করার সময় নেই। আগামী ৪ ফেব্রুয়ারী পর্যন্ত আমরা প্রশাসনকে সময় বেধে দিয়েছি। এর মধ্যে আমাদের দাবি পুরণ না হলে আগামী ৫ ফেব্রুয়ারী থেকে জেলার সকল মালিকরা গাড়ী ধর্মঘট পালন করবে। পরবর্তিতে বিভাগের ৮ জেলার পরিবহন মালিক শ্রমিকদের পক্ষ থেকেও কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments