শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় পেঁয়াজ আবাদে আগ্রহ কম কৃষকদের

উল্লাপাড়ায় পেঁয়াজ আবাদে আগ্রহ কম কৃষকদের

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পেয়াজ চাষে কৃষকদের আগ্রহ একেবারে কম। সরকারি লক্ষ্রমাত্রা হয় না পুরণ। মোকামি পেয়াজে হাট বাজার চলে। অথচ ছয়টি ইউনিয়নে বানিজ্যিক ভিত্তিতে পেয়াজ চাষ ও উৎপাদনের উর্বর জমি রয়েছে। কৃষি অফিস সুত্রে জানা যায়, উল্লাপাড়ায় পেয়াজ চাষে সরকারি লক্ষ্যমাত্রা ধরা ছিলো ২৫ হেক্টর। সেখানে এর চেয়ে কিছু কম পরিমান জমিতে চাষ হয়েছে। বিভিন্ন মাঠে খোজ নিয়ে ও কৃষকদের সাথে আলাপ করে জানা যায়, এ আবাদে তাদের তেমন আগ্রহ নেই। দু’চারজন নিজেদের সংসারের খাবারের প্রয়োজনীয় মেটাতে এক=দু’শতক জমিতে আবাদ করে থাকেন। জানা যায়, উপজেলার হাটিকুমরুল, সলঙ্গা, বড়হর, পঞ্চক্রোশী, সলপ ও সদর উল্লাপাড়া ইউনিয়নে বিপুল পরিমান জমিতে বানিজ্যিক ভিত্তিতে পেয়াজ আবাদ করা হলে কৃষকেরাই লাভবান হবে। নাগরৌহা মাঠে সরেজমিনে দেখা গেছে পাচ থেকে ছয় জন কৃষক পেয়াজ আবাদ করেছেন। তাদের সবার জমি মিলে বড়জোড় এক বিঘা জমিতে আবাদ হয়েছে। কৃষক আছমত আলী জানান, তিনি সংসারের প্রয়োজন মেটাতে এক শতক পরিমান জমিতে আবাদ করেছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আসওয়াদ বিন রাহাত খলিল জানান, উল্লাপাড়ায় পেয়াজ আবাদ করার মতো উপযোগী জমি রয়েছে। এর আবাদে কৃষকদেরকে উৎসাহ ও বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। সাহারুল হক সাচ্চু উল্লাপাড়া, সিরাজগঞ্জ। ০১৭১১-১৯১৪২৭ ০৭-০২-২০২০

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments