সোমবার, ডিসেম্বর ২, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ডাস্টবিনে পাওয়া নবজাতকের মাকে খুঁজতে গিয়ে চার ধর্ষক গ্রেফতার

রংপুরে ডাস্টবিনে পাওয়া নবজাতকের মাকে খুঁজতে গিয়ে চার ধর্ষক গ্রেফতার

জয়নাল আবেদীন: রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন থেকে মঙ্গলবার রাতে উদ্ধার হওয়া নবজাতক অবশেষে মায়ের কোল ফিরে পেলেও বুধবার দুপুরে আশঙ্কাজনক অবস্থায় নবজাতক ও তার মাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ধর্ষক চার বন্ধুকে পুলিশ গ্রেফতার করে বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর আদালতে পাঠিয়েছে।ধর্ষকরা হলো পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে অনার্স প্রথম বর্ষের ছাত্র আরিফুল ইসলাম সরলা চান্দেরপাড়া গ্রামের মৃত বিমল চন্দ্র সরকারের ছেলে তাপস সরকার ধনশালা গ্রামের হিন্দুপাড়ার সুবল চন্দ্র রায়ের ছেলে সঞ্জিত কুমার রায় ও গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বড় দাউদপুর গ্রামের আতাউর রহমানের ছেলে রাহেল সরকার । পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা স্থানীয় টিভিএস শো-রুমের কর্মচারী ও মেকানিক। একে-অপরের বন্ধু তারা। মোবাইলের মাধ্যমে পীরগঞ্জ উপজেলার শারমিন খাতুন (ছদ্দনাম) নামে এক কিশোরীর সঙ্গে প্রেমের সস্পর্ক গড়ে উঠে উপজেলা সদরের টিভিএস মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারে কর্মরত রাহেল সরকারের।সেই সুবাদে গত বছরের ২৯ জুন পীরগঞ্জ থানা সদরের টিভিএস মোটরসাইকেলের সার্ভিসিং সেন্টারের ভেতরে পরিকল্পিতভাবে রাহেলসহ আরও তিন বন্ধু শারমিনকে পর্যায় ক্রমে গণ-ধর্ষণ করে। এতে অন্তঃসত্ত্বা হয় শারমিন। মঙ্গলবার রাত ১০টার দিকে প্রসব ব্যথা শুরু হলে অপরিচিত ভ্যানযোগে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যায় শারমিন। সেখানে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ রোগী ও তার সন্তানের বাবার পরিচয় জানতে চাওয়ায় ভ্যানচালক চলে যায়। এ অবস্থায় প্রসব ব্যথায় কাউকে কিছু না বলে স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলায় ওঠার সময় সন্তান প্রসব করে শারমিন। তখন কাউকে কিছু না জানিয়ে নবজাতককে ডাস্টবিনে ফেলে পালিয়ে যায় শারমিন।মঙ্গলবার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন থেকে কান্নার শব্দ শুনতে পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মীরা ওই নবজাতককে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পীরগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে অনুসন্ধান চালিয়ে শারমিনকে খুঁজের বের করে । এর পর নবজাতককে তার কাছে নিয়ে যায়। পীরগঞ্জ থানা পুলিশের ওসি সরেস চন্দ্র সাংবাদিকদের বলেন, এ ঘটনায় আরিফুলকে প্রথমে গ্রেফতার করা হয়। ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন করতে গিয়ে অন্য ধর্ষকদের সন্ধান পায় পুলিশ। তাদের সবাইকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়। তাদের গণ-ধর্ষণের ফলে এই নবজাতকের জন্ম হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments