শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলামুজিববর্ষ উপলক্ষে ভূঞাপুর বনাম টাঙ্গাইল প্রেসক্লাবের মধ্যে প্রীতি T20 ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

মুজিববর্ষ উপলক্ষে ভূঞাপুর বনাম টাঙ্গাইল প্রেসক্লাবের মধ্যে প্রীতি T20 ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

আব্দুল লতিফ তালুকদার: জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠে ভূঞাপুর প্রেসক্লাবের আয়োজনে টাঙ্গাইল প্রেসক্লাব ও ভূঞাপুর প্রেসক্লাবের মধ্যে T20 প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলার শুভ উদ্ভোধন করেন ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ। খেলায় ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ তানভীর হাসান ছোট মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহম্মেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট, টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল হামিদ ভোলা, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদল প্রমূখ।

মুজিববর্ষ উপলক্ষে ভূঞাপুর বনাম টাঙ্গাইল প্রেসক্লাবের মধ্যে প্রীতি T20 ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

খেলায় টাঙ্গাইল প্রেসক্লাব ভূঞাপুর প্রেসক্লাবকে ১৮ রানে হারিয়ে জয়লাভ করে। ভূঞাপুর প্রেসক্লাবের হয়ে সর্বোচ্চ ৫৮ রানের এক রাজকীয় ইনিংস খেলে ম্যান অব দ্যা ম্যাচ হন এমপি ছোট মনির। অন্যদিকে টাঙ্গাইল প্রেসক্লাবের হয়ে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন রশিদ খান। টাঙ্গাইল প্রেসক্লাবের হয়ে ৩ টি করে উইকেট নেন ইফতেখারুল অনুপম ও মাসুদ রানা। এর আগে টাঙ্গাইল প্রেসক্লাব প্রথমে করে ৫ উইকেট হারিয়ে ১৯৪ পাহাড়সম রানের টার্গেট দেয়। পরে ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৭৫ রানে থেমে যায় ভূঞাপুরে জয়রথ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments