বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় ব্রিজ ভেঙ্গে বালুবাহী ট্রলি খালে: নিখোঁজ ১, আহত ৪

কলাপাড়ায় ব্রিজ ভেঙ্গে বালুবাহী ট্রলি খালে: নিখোঁজ ১, আহত ৪

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী ভাড়ানির খালে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধায় আয়রণ ব্রিজটি বালুবাহী ট্রলিসহ ভেঙ্গে খালে পড়ে গেছে। বালুটানা শ্রমিক আনিস প্যাদা (৪০) নিখোঁজ রয়েছে। এ দুর্ঘটনায় চারজন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ট্রলির চালক শাহীন হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত মোজাম্মেল হাওলাদার ও সেলিম গাজীকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ আনিস প্যাদা কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের মজিদ প্যাদার ছেলে। দূর্ঘটনার খবর পেয়েই কলাপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করলেও কলাপাড়ায় ডুবুরি না থাকায় উদ্ধার অভিযান শুরু হয়নি বলে যানা যায়। ইউপি সদস্য মো. রিপন জানান, ভাড়ানির খালের আয়রণ ব্রিজটি দীর্ঘদিন ধরে নিচের লোহার এঙ্গেল ভেঙ্গে একদিকে কাত হয়ে পড়েছিলো। এ সেতুর পাশেই আরেকটি গার্ডার ব্রিজ নির্মাণ কাজ শুরু হলেও বিকল্প চলাচলের ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে স্থানীয়রা চলাচল করছিলো। ব্রিজ ভেঙ্গে দুর্ঘটনা ঘটার আশংকায় ব্রিজ দিয়ে যাতে কোন যান চলাচল না করতে পারে এজন্য গ্রামবাসী ব্রিজের মাঝ দিয়ে আটকে দিয়েছিলো। কিন্তু ভাড়ায় চালিত মোটরসাইকেল ও ভ্যান চালকরা সবার অগোচরে সেই ব্রিজ দিয়ে চলাচল করতে থাকায় এ দূর্ঘটনা ঘটে। বরিশাল ফায়ার সার্ভিসের ইনচার্জ গিয়াস উদ্দিন জানান, খালের প্রায় একশ মিটার এলাকার সার্চ করা হয়েছে। কিন্তু খালে প্রচন্ড স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, স্যালো ইঞ্জিন চালিত তিন চাকার ট্রলিটি বালু আনলোড করে বালিয়াতলী আসার জন্য এ ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে যাওয়ার সময় ব্রিজটি ভেঙ্গে নিচে খালে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা খাল থেকে চারজনকে আহত অবস্থায় উদ্ধার করলেও নিখোঁজ রয়েছে আনিস প্যাদা। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান জানান, নিখোঁজ শ্রমিকের সন্ধানে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে। রাত হয়ে যাওয়ায় খালে প্রচন্ড স্রোত এবং ব্রিজটির অন্য স্লাবগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলে থাকায় উদ্ধার অভিযান শুরু করা যায়নি। বুধবার সকালে বরিশাল থেকে দুইজন ফায়ার সার্ভিসের ডুবুরি আসায় নিখোঁজ শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments