বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাসোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় ৭ জনকে কুপিয়ে জখম

সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় ৭ জনকে কুপিয়ে জখম

গিয়াস কামাল: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামে নাচ ও গানের জন্য চাঁদা না দেওয়ায় একই পরিবারের ৭জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঢাকা মেডিকেল কলেজ ও ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। ঘটনার পর দেলওয়ার হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা ও কাঁচপুর ইউনিয়ন পরিষদের সচিব ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেনের কাছে একই গ্রামে কালামের ছেলে রিমন ও সাইফুল গ্রামে নাচ গানের আয়োজন করার কথা বলে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় শনিবার সকালে রিমনের নেতৃত্বে কালাম, সাইফুল, নিজাম, নয়ন, রাসেল, মাসুদ, ফাহিমসহ ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির সামনে দেলওয়ারের উপর অতর্কিত ভাবে হামলার চালায়। এসময় তার ডাক চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে তাদের উপরও হামলার চালায়। হামলায় আহসান হাসান, রাব্বি, ইউনুস আলী, শাহ আলী, ইমন, জয়নব নেছা ও ফাহিম আহত হয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঢাকা মেডিকেল কলেজ ও ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সৌদী প্রবাসী আহসান হাসানের অবস্থা আশংকাজনক। ঘটনার পর কাঁচপুর ইউনিয়ন পরিষদের সচিব ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ২টি কুড়াল ও একটি ছোড়া উদ্ধার করে। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাজ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একদল সন্ত্রাসী নাচ-গানের অনুষ্ঠানের চাঁদা না দেয়ার ঘটনাকে কেন্দ্র করে হামলা চালিয়ে ৭জনকে আহত করেছে। ঘটনাস্থলে অভিযান চালিয়ে ২টি কুড়াল ও একটি ছোড়া উদ্ধার করা হয়েছে। সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, একই পরিবারের উপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments