বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় অযত্ন অবহেলায় চড়িয়া মধ্যপাড়া শহিদ মিনার, দেয়া হয় না ফুলের শ্রদ্ধা

উল্লাপাড়ায় অযত্ন অবহেলায় চড়িয়া মধ্যপাড়া শহিদ মিনার, দেয়া হয় না ফুলের শ্রদ্ধা

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চড়িয়া মধ্যপাড়া গ্রামে একটি শহিদ মিনার অযত্ন অবহেলায় আছে। মহান ২১শে ফেব্রুয়ারিতেও এ শহিদ মিনারে ফুলের শ্রদ্ধা জানানো হয় না বলে জানা যায়। আজ বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া মধ্যপাড়া গ্রামে নির্মিত শহিদ মিনারের বেদির উপরের অংশ বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। পুরো বেদি চত্ত্বরে আর্বজনা ধুলো জমে আছে। সেখানে ছোট ছোট আগাছা জন্মেছে। চড়িয়া গ্রামের আব্দুল হাকিম জানান, তার নিজ জায়গায় ২০০৮ সালে এটি নির্মান করা হয়েছে। গ্রামের রাস্তার পাশে শহিদ মিনারটির অবস্থান। আব্দুল হাকিম আরো জানান, এটি নির্মানের পিছনে তার উদ্যোগ ছিল। সে সময় এটি নির্মানে সরকারি বরাদ্দের প্রায় ১ লাখ ৬১ হাজার টাকা ব্যয় হয়েছে। অযন্ত অবহেলায় থাকার বিষয়ে তিনি জানান, মাঝে মধ্যেই পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। এছাড়া জাতীয় দিবস গুলোতে ফুলের শ্রদ্ধা জানানো হয়। এদিকে চড়িয়া মধ্যপাড়া গ্রামে বেশ কজন স্থায়ী বাসিন্দা জানান, এ শহিদ মিনারে বিগত ক’বছর হলো ২১ শে ফেব্রুয়ারি সহ জাতীয় কোন দিবসেই ফুলের শ্রদ্ধা জানানো হয় না। কেউ অর্পন করেন না পুস্পস্তবক। গ্রামের ব্যক্তিরা হলেন-আবু তাহের, আকাল উদ্দিন খা, গোলজার হোসেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুজ্জামান জানান, কোন অবস্থাতেই শহিদ মিনার অযন্ত অবহেলায় রাখা যাবে না। তিনি বিষয়টি তদন্ত করে দেখবেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments