শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলারংপুর সিটিতে উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনিয়ম দুর্নীতি বরদাশত করা হবেনা: মেয়র মোস্তফা

রংপুর সিটিতে উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনিয়ম দুর্নীতি বরদাশত করা হবেনা: মেয়র মোস্তফা

জয়নাল আবেদীন: রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দ অর্থ এবং বিদেশী সাহায্যপুষ্ট দাতাদের অর্থায়নে রংপুর সিটি এলাকায় যে সমস্ত উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন হচ্ছে তাতে কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করা হবেনা। প্রতিটি কাজের মান বজায় রেখে সেগুলো নির্ধারিত সময়ে সম্পন্ন করতে হবে ।বুধবার রংপুর সিটি কর্পোরেশনের মাসিক সভায় তিনি ওই কথাগুলো বলেন ।সভায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড রাস্তা, ড্রেন নির্মান সম্পন্ন করতে বিভিন্ন স্থানে বাঁধা দূর করে সেগুলোর কাজ দ্রূত বাস্তবায়নের তাগিদ দেন ।সভায় সিটি প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা,সচিব রাশেদুল হক, প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু,তত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাবলা,সেকেন্দার আলী, মাহবুবার রহমান মঞ্জু,ফেরদৌসী বেগম বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেন ।সিটি মেয়র বলেন দীর্ঘ দিন থেকে দখলে থাকা সিটি‘র এলাকার কলাবাড়ি নামকস্থানে ১১ একর ৬৫ শতক জমি উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি । যার বর্তমান বাজার মূল্য প্রায় ২৫কোটি টাকা । তিনি বলেন আরো অনেক জমি মানুষের দখলে থাকা সেগুলোও পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে ।বর্তমানে নগরিতে যানজট এখন একটি বড় সমস্যা উল্লেখ করে বলেন এই সমস্যা সমাধানে ইতেমধ্যে নানান পদক্ষেপ নেয়া হয়েছে ।রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহযোগীতা নিয়ে এই সমস্যার সমাধান করা হবে বলে জানান ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments