শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসুন্দরগঞ্জে অসহায় পরিবারের উপর বর্বর হামলা, আহত ৮

সুন্দরগঞ্জে অসহায় পরিবারের উপর বর্বর হামলা, আহত ৮

আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের উত্তর বেকাটারী গ্রামের অসহায় অকুর উদ্দিনের পরিবারে সশস্ত্র হামলা চালিয়ে ব্যাপক মারাপিট করেছে প্রভাবশালী পরিবারের লোকেরা। এ ঘটনায় একই পরিবারের ৭ জনসহ উভয়পক্ষের আহত হয়েছেন ৮ জন। স্থানীয়রা জানান, গত শনিবার ভোরে উক্ত গ্রামের অকুর উদ্দিন (৮৫) ফজরের নামায পড়ার উদ্দ্যেশে শয়ন ঘরের দরজা খুলে আঙ্গিনায় বের হতে না হতেই প্রতিবেশী প্রভাবশালী পরিবারের লোকজন অতর্কিত মার-ডাং শুরু করে। এতে গুরুতর আহত হয়ে বৃদ্ধ অকুর উদ্দিন মাটিতে লুটিয়ে পড়লে তার আর্তচিৎকার শুনে স্ত্রী সাহিদা বেগম (৭৩) বের হরে তাকেও বেধরক মার-ডাং করে প্রভাবশালী পরিবারের লোকজন। এরপর বৃদ্ধ দম্পত্তির মেয়ে আঞ্জুয়ারা, পুত্রবধু ফুলমতি, রোকসানা, আঞ্জুয়ারাসহ অন্যান্যরা এঁগিয়ে এসে তারা কিছু বুঝে উঠতে না উঠতেই তাদেরকেও একই কায়দায় বেধরক মারাপিট করে চলে যায় ওতপেতে থাকা হামলাকারীরা। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় বৃদ্ধ দম্পত্তিসহ অপর পক্ষের আরপিন বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তাদের মধ্যে বৃদ্ধ অকির উদ্দিন ও সাহিদা বেগমের অবস্থা আশঙ্কাজনক। আহত বৃদ্ধ অকুর উদ্দিনের পরিবারবর্গ জানান, গত শনিাবার (১৫ ফেব্রুয়ারী) রাতে প্রতিবেশী মৃত টুনি মিয়ার পুত্র এনারুল হক, অতারুল ইসলাম, আতোয়ার রহমান, আফসার আলী ও তাদের স্ত্রীরা লাঠি, ছোরা, দা, কুড়ালসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে হামলাকারীরা তাদের বাড়ির কোথাও লুকিয়ে ওঁৎপেতে ছিল। ভোরে ফজরের নামায পড়ার জন্য বৃদ্ধকে (অকুর উদ্দিন) প্রথমে ও পরে তার স্ত্রীসহ (সাহিদা বেগম) পরিবারের অন্যান্যদেরকে পর্যায়ক্রমে একই কায়দায় বেধরক মার-ডাং করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়নের ওয়ার্ড সদস্য জিয়াউর রহমান বলেন, ব্যাপারটা খুবই গুরুতর। অতর্কিতভাবে বৃদ্ধ অকুর উদ্দিন তার স্ত্রী বৃদ্ধা সাহিদা বেগমসহ পরিবারের ৭ জনকে ডাং-মার কারায় বৃদ্ধ-বৃদ্ধাসহ অন্যান্যরা সকলেই আহত হয়। এঘটনা মিমাংসার জন্য পাশের কলিম উদ্দিনের আঙ্গিনায় বুধবার দুপুরে সালিশ বসলে টুনি মিয়ার পুত্রদেরকে বৃদ্ধ-বৃদ্ধার চিকিৎসার জন্য ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রথমে তারা মিমাংসা মানলেও পরবর্তীতে অসহায় অকুর উদ্দিনের পরিবারকে হুমকী-ধামকী দিয়ে সালিশের সিদ্ধান্ত অমান্য করছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments