শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কলাপাড়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার সাংবাদিক মনিরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার বেলা বারোটায় কলাপাড়া উপজেলার সকল সাংবাদকর্মীরা কলাপাড়া প্রেসক্লাবের সামনে মহিপুর প্রেসক্লাবের সভাপতি ও জিটিভির কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি সাংবাদিক মনিরুল ইসলামের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন। কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টুর সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু, এস কে রঞ্জন, নাসির উদ্দিন বিল্পব ,কাজী সাইদ ,ফরিদ উদ্দিন বিপু, সাইফুল ইসলাম রয়েল ,নাসির উদ্দিন মাষ্টার প্রমুখ। সভায় বক্তারা আগামী তিনদিনের মধ্যে মনিরুল ইসলামের উপর হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচী ঘোষণা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় কলাপাড়ায় কর্মরত অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি সন্ধা ৭টায় কলাপাড়ার মহিপুর থানার লাকি সিনেমা হলের দক্ষিণ পাশের আমবাগানে মহিপুর থানা শ্রমিক লীগের সাবেক সভাপতি সোহাগ আকন ও রেজাউল আকনের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে মনিরুল ইসলামের উপর। বালুর ব্যবসার ৫০ হাজার টাকা চাঁদা দিতে অস্বীকার করায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় তার মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেয়া হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে পরদিন সকালে তাঁকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনায় ১ মার্চ সোহাগ আকনকে প্রধান আসামী করে অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে মনিরুলের ভাই রফিকুল ইসলাম বাদি হয়ে মহিপুর থানায় মামলা দায়ের করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments