টেকনাফে মালয়েশিয়াগামী ৮ রোহিঙ্গা নারী-পুরুষ আটক

কায়সার হামিদ মানিক: কক্সবাজারের টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা হোয়াইক্যং-বাহারছড়া ঢালাপথে অভিযান চালিয়ে উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প হতে মালয়েশিয়া গমনের জন্য যাত্রাকালে ৮জন নারী-পুরুষকে আটক করেছে।
সুত্র জানায়, ৪মার্চ রাত ৮টার দিকে বাহারছড়া তদন্ত কেন্দ্রের এসআই মাইনুদ্দিন সর্ঙ্গীয় টহল দল নিয়ে হোয়াইক্যং-বাহারছড়া ঢালায় অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প-২ এর ব্লক-১/এ এর বাসিন্দা দিলদার আলমের মেয়ে নুর কলিমা (১৮), মোহাম্মদ আমিনের মেয়ে আজিজা (২০), মৃত ইয়াকুব আলীর পুত্র মোহাম্মদ আলম (৭২), মৃত হাকিম আলীর পুত্র দিলদার আহমদ (৬০),ক্যাম্প-১০ এর ব্লক এইচ-৪২ এর বাসিন্দা সিরাজুলের মেয়ে জয়নুর (১৫), মোঃ ইলিয়াছের মেয়ে সুফায়দা (২১), দিল মোহাম্মদের মেয়ে কিসমত আরা (১২) ও মোঃ ইলিয়াছের স্ত্রী নুর বেগম (৪২) কে আটক করে।
এই ব্যাপারে বাহারছড়া তদন্ত কেন্দ্রের কর্মকর্তা ইয়াকুব আলী মালয়েশিয়াগামী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Previous articleচকরিয়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসাামী গ্রেফতার
Next articleনিষিদ্ধ পলিথিনে চান্দিনার বাজার সয়লাব
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।