মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeসারাবাংলারংপুরে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধনে মৎস সম্প্রসারণ প্রতিনিধিরা

রংপুরে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধনে মৎস সম্প্রসারণ প্রতিনিধিরা

জয়নাল আবেদীন: চাকরি জাতীয়করণসহ চার দফা দাবিতে রবিবার বিকেলে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ করেছে মৎস সম্প্রসারণ প্রতিনিধিরা। সমাবেশ থেকে বেতন ভাতা বৃদ্ধি, যোগ্যতা অনুযায়ী তৃৃতীয় গ্রেডে উন্নিত,চিকিৎসা ভাতা ও উন্নত প্রশিক্ষনের দাবি জানানো হয়। বাংলাদেশ লিফ ঐক্য কল্যাণ পরিষদ এই কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ২০০৯ সাল থেকে মৎস অধিদপ্তরে ইউনিয়ন পর্যায়ে মৎস চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পটি (২য় পর্যায়) চলমান থাকলেও হঠাৎ কোন ধরনের নোটিশ ছাড়াই প্রকল্পটি বন্ধের ঘোষনা দেয় সরকার। এতে প্রকল্পের অধীন দশ বছর ধরে চাকরীরত রংপুর বিভাগের ৮ জেলার বিভাগের প্রায় ৪'শ কর্মচারীর ভবিষৎত এখন অনিশ্চিত। সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ লিফ ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি রফিকুল ইসলাম বেলাল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ সাধারণ সম্পাদক জতিন্দ্র নাথ, কোষাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। বক্তারা মুজিববর্ষে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি স্থায়ীকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করেন। তারা দ্রূত বেতন ভাতা বৃদ্ধি, যোগ্যতা অনুযায়ী তৃতীয় গ্রেডে উন্নিত, চিকিৎসা ভাতা ও উন্নত প্রশিক্ষণ ব্যবস্থার দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাহাজ কোম্পানী, পায়রা চত্বর, সিটি বাজার হয়ে কালেক্টরেট সুরভি উদ্যান চত্বরে গিয়ে শেষ হয়। এতে রংপুর বিভাগের আট জেলার ইউনিয়ন পর্যায়ের মৎস সস্প্রসারণ প্রতিনিধিরা অংশ নেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments