সুন্দরগঞ্জে ২৮ জন হোম কোয়ারেন্টাইনে

আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জে আয়নাল হক ও সাজু মিয়া নামে ২ জনসহ বিদেশ ফেরৎ ২৮ ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা পর্যন্ত বিদেশ থেকে স্বদেশের নিজ বাড়িতে ফেরৎ আসা ২৮ ব্যক্তির হোম কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণ চলছে। এদের মধ্যে আয়নাল হক ও সাজু মিয়া হোম কোয়ারেন্টাইনে থাকতে না চাওয়ায় তাদেরকে প্রশাসন বাধ্যতামূলক ভাবে হোম কোয়ারেন্টাইনে রেখেছেন। এরা উপজেলার দহবন্দ ইউনিয়নের নব-নির্মিত ইউনিয়ন পরিশদ কমপ্লেক্স ভবনে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএ) আশরাফুজ্জামান সরকার জানান, সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিদেশ ফেরৎ ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পেতে পারে। ফলে হোম কোয়ারেন্টাইনে থাকা এ সংখ্যাও ছাড়িয়ে যেতে পারে। এ পর্যন্ত বিদেশ ফেরৎ কোন ব্যক্তির হোম কোয়ারেন্টাইনে থাকার সময় পূর্তি হয়নি।

Previous articleভূঞাপুরে উপজেলা ভাইস চেয়ারম্যানের ভাই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত
Next articleচিকিৎসক না থাকায় বেনাপোল ইমিগ্রেশনে আটকে সহস্রাধিক যাত্রী
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।