বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাকরোনা আতংকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ সতর্কতা জারি

করোনা আতংকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ সতর্কতা জারি

মারুফা মির্জা: করোনা ভাইরাস সংক্রামন বিস্তার রোধে দেশের বৃহৎ বেসরকারী চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সিরাজগঞ্জের এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল এন্ড কলেজ হাসপাতালে বিশেষ সতর্কতা জারি করেছে। সরকার ও কর্তৃপক্ষের নির্দেশে যেমন দর্শনার্থীদের প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে, তেমনি হাসপাতালের সকল বিভাগের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হয়েছে। এদিকে করোনায় আক্রান্তদের চিকিৎসায় এ হাসপাতালটিতে চিকিৎসকদের তত্ত্বাবধানে ২৪টি আইসোলেশন বেড রাখা হয়েছে। হাসপাতাল সুত্রে জানা যায়, মানব হিতৈষী কর্মবীর ডাঃ এম এম আমজাদ হোসেনের উদ্যোগে মানব কল্যাণে প্রতিষ্ঠিত অলাভজনক স্বাস্থ্য ও শিক্ষা সেবা প্রতিষ্ঠান খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষকে চিকিৎসা দিয়ে আসছে। স্বাশ্রয়ী খরচে জটিল সহ সব ধরণের রোগের চিকিৎসা সহায়তা দেবার কারনে প্রতিদিন অন্তত দেশের বিভিন্ন স্থানের সহস্রাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহন করছে। এদের সাথে আরো কয়েক হাজার দর্শনাথী প্রতিদিন প্রতিষ্ঠানটিতে ভীড় করে থাকে। তবে বর্তমানে করোনা ভাইরাস আতংকের কারনে সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। হাসপাতালের সব গুলো প্রবেশদ্বারে রোগীদের হ্যান্ড স্যানিটাইজেশনে জীবাণু মুক্তের পর ঢুকতে দেয়া হচ্ছে। এখানে রোগী ছাড়া অতিরিক্ত দর্শনার্থীদের প্রবেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। এদিকে প্রায় দেড়শ একর জায়গায় প্রতিষ্ঠিত ৬৮০ বেডের এ হাসপাতালটিতে করোনা ভাইরাস রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ২৪টি আইসোলেশন বেড রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত এখানে কোন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি হয়নি। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল ট্রাস্টি বোর্ডের পরিচালক মোহাম্মদ ইউসুফ জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের হাসপাতালে প্রতিটি পদক্ষেপ গ্রহন করা হয়েছে। করোনা ভাইরাস সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। তবেই করোনা সংক্রামন থেকে বাঁচবে বাংলাদেশ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments