শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় সেতু ভেঙ্গে পরায় ৮ গ্রামের মানুষ চরম দুর্ভোগে

কলাপাড়ায় সেতু ভেঙ্গে পরায় ৮ গ্রামের মানুষ চরম দুর্ভোগে

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর গামুরতলা সেতুটি বুধবার সকাল দশটার সময় বিকট শব্দ হয়ে ব্রীজটি ভেঙ্গে যায়। গামুরতলা সেতু ভেঙ্গে পড়ায় দুই পাড়ের ৮ গ্রামের মানুষ চড়ম ভোগান্তিতে পড়েছে। এ সময় তিনজন পথচারী আহত হয়েছে। গামইরতলা প্রাথমিক বিদ্যালয়ের ৬০ ভাগ শিশু ওই ভেঙ্গে যাওয়া সেতুটি পার হয়ে স্কুলে আসে ও হাজার হাজার মানুষ চড়ম ভোগান্তিতে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জনান, সকাল ১০ টার দিকে বিকট শব্দ শুনে খালের পারে গিয়ে দেখি সেতুটি খালে পড়ে পানির নিচে ডুবে গেছে। ১৯৯৪-৯৫ অর্থবছরে এই সেতুটি নির্মান করেন। তখনই নিম্নমানের স্বাব ও আয়রন ষ্ট্রাকচার দেওয়ার অভিযোগ উঠেছিল। দীর্ঘদিন ধরে ব্রীজটি খুব নাজুক অবস্থায় ছিলো। স্থানীয়রা অনেকবার সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করেছেন। সর্বশেষ ব্রীজটি সংষ্কারের জন্য উপজেলা পরিষদ হতে ব্যবস্থা গ্রহন করার সিন্ধান্ত নেয়া হয়। এর মধ্যেই ব্রীজটি ভেঙ্গে পড়েছে। ব্রীজটি দিয়ে ৮ গ্রামের মানুষ ছাড়াও প্রতিদিন শতাধীক কোমলমতি ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে আসা- যাওয়া করে। সাম্প্রতি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে বিদ্যালয় বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের কোন ক্ষতি হয়নি। তবে বিদ্যালয় চালু হবার পড়ে ছাত্র- ছাত্রীরা কিভাবে আসা-যাওয়া করবে এ নিয়ে অভিভাবকসহ স্থানীয়রা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। গামইমতলা গ্রামেরবাসিন্দা আলমগীর মিয়া জানান,প্রতিদিন সেতু পাড় হয়েমজিদপুর, কুমিরমারা, সবাইনতলা, এলেমপুর, পৃর্র্বসোনাতলা,ফরিদগঞ্জ,গামাইমতলা ও নাওভাঙ্গা গ্রামের মানুষ চলাচল করতো। আজ তাদের চড়ম দুর্ভোগ পোহাত হচ্ছে। গামুরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক মো. রফিকুল ইসলাম বলেন, সেতুটি দিয়ে হাজার হাজার মানুষসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা চলাচল করে। সেতুটি অতিদ্রুত মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আর্কষণ করছি। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের প্রকৌশলী মহর আলী বলেন,ইতিমধ্যেই আমরা একটি প্রস্তাবনা পাঠিয়েছি মনন্ত্রণালয়। যে কোন সময় ওটা পাশ হয়ে আসতে পারে। আপাদত চলাচলের জন্য স্থানীয়দের দাবীনুযায়ী একটি নৌকার ব্যবস্থা করে দিচ্ছি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments