শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাতাহিরপুরে অসহায় ও বেকারদের মধ্যে ত্রান বিতরণ

তাহিরপুরে অসহায় ও বেকারদের মধ্যে ত্রান বিতরণ

জাহাঙ্গীর আলম ভূঁইয়া: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় করোনা ভাইরাসের সংকটকালীন সময়ে জিআর থেকে শতাধিক দিনমজুর,অস্বচ্ছল বেকারদের মধ্যে চাল,ডাল বিতরণ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে ত্রানবিতরন করা হয়। ত্রান বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলার চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জি,উপজেলা আ,লীগের সিনিয়র সহসভাপতি আলী মর্তুজা,তাহিরপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান বোরহান উদ্দিন,উপজেলা প্রেসক্লাব সভাপতি ও আ,লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ,উপজেলা প্রকল্প বাস্থবায়ন উপসহকারী প্রকৌশলী সুব্রত দাস,ছাত্রলীগ নেতা ধীমান চন্দ্র,মনিরাজ শাহ প্রমুখ। এসময় সবাইকে করোনা ভাইরাস নিয়ে অহেতুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য পরিবেশন না করা,গুজব না রটানো,আতংক সৃষ্টি না করা,বিনা প্রয়োজনে বসতবাড়ি হতে বের না হওয়া,হাট বাজারে ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দোকানপাঠ ব্যাতিত অন্যান্য দোকানপাঠ বন্ধ রাখা,ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া,মুখে মাস্ক,হাতে গ্লাবস ব্যবহার করা,করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা,গণজমায়েত না হওয়া ও সরকারের জারিকৃত নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়। এছাড়াও পরিবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গবাধি পশুর হাট বাজারে ও বিভিন্ন এনজিওর কিস্তি টাকা উত্তোলন বন্ধ ঘোষণা করা হয়েছে বলে অবগত করা হয়। এ নির্দেশনা না মানলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি করা হয় প্রশাসনের পক্ষ থেকে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments