বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাভ্যানে করে ত্রাণ পৌছে দিচ্ছে রংপুরের ইউএনও সুমি এবং উপজেলা চেয়ারম্যান ববি

ভ্যানে করে ত্রাণ পৌছে দিচ্ছে রংপুরের ইউএনও সুমি এবং উপজেলা চেয়ারম্যান ববি

জয়নাল আবেদীন: বিভাগীয় নগরি রংপুরে দু‘জন নারীর পরিশ্রমি কর্মকান্ড নিয়ে সর্বত্র চলছে আলোচনা। যাদের একজন রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমী অপরজন সদর উপজেলা চেয়ারম্যান নারী নেত্রী নাছিমা জামান ববি।এই দু‘জন সরকারি ত্রানের পাশাপাশি নিজস্ব উদ্দ্যোগে প্রতিদিনই সকাল থেকে শুরু করে রাত অবধি বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রি পৌছে দিচ্ছেন ।কখনো হেটে, কখনো রিক্সায় আবার কখনো ভ্যানে চেপে তারা এই কর্মকান্ড পরিচালনা করছেন ।রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়নের ভেলু গুচ্ছ গ্রামে ভ্যানে করে কর্মহীন হয়ে পড়া ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো চাল ঘরে ঘরে পৌছে দিচ্ছেন তাঁরা । দুপুরে সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়ন এর ভেলু গুচ্ছ গ্রামে দুটি ভ্যানে ত্রাণ নিয়ে গুচ্ছ গ্রামের ১শ১০ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল পৌছে দেন । এসময় তারা বলেন প্রধাণমন্ত্রীর নির্দেশ দুস্থ, কর্মহীন অসহায়দের ঘরে ঘরে খাবার পৌছে দিতে হবে।তাই আমরা প্রতিদিন সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায়, দুস্থ, কর্মহীনদের ঘরে ঘরে গিয়ে খাবার পৌছে দিচ্ছি এবং করোনা প্রতিরোধে সকলকে সচেতন করছি ও ঘরে থাকার অনুরোধ করছি। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন,ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আরিফুজ্জামান মুন প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments