আরিফুর রহমান: শরীয়তপুর ডামুড্যা পল্লী বিদ্যুৎতের এজিএম সাইফুল হক খান ( ৫০)ও জুনিয়র ইঞ্জিয়ার মোস্তাফিজুর রহমান (৪০) বর্জপাতে মারা যান।
২০ এপ্রিল দুপুর ১২ টায় তারা পূর্ব ডামুড্যা দোয়ালু নামক স্থানে কর্মরত আবস্থায় বজ্রপাতে মৃতু্যবরণ করেন।
এ বিষয়ে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আল নাফিস বিষয়টি নিশ্চিত করেন।
এব্যাপারে ডামুড্যা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জুলফিকার রহমান বলেন, এজিএম সাইফুল হক খান ( ৫৫) ও জুনিয়র ইঞ্জিয়ার মোস্তাফিজুর রহমান (৪০) বর্জপাতে মারা যান। এজিএম সাইফুল হক খান এর বাড়ি কুষ্টিয়া আর ইঞ্জিয়ার মোস্তাফিজুর রহমান তার দেশের বাড়ি যশোর। তারা দুইজন পূর্ব ডামুড্যা দোয়ালু নামক স্থানে কর্মরত অবস্থায় মৃত্যু হয় তাদের। আমরা আমাদের নিয়ম অনুযায়ী ব্যাবস্থা নিবো।