আবুল কালাম আজাদ: টাঙ্গাইলে প্রথম করোনাভাইরাস আক্রান্ত মহিউদ্দিন (৩০)নামের এক রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত মহিউদ্দিন ঘাটাইলে উপজেলার রসুলপুর ইউনিয়নের ঘোনারদেউলী পশ্চিমপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে। মহিউদ্দিনের বড় ভাই আব্দুস ছালামের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুর রহমান খান জানান,মহিউদ্দিন দীর্ঘদিন থেকেই কিডনি রোগে আক্রান্ত ছিলেন।গত ৪ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত সে ঢাকার কিডনি ডিজিজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসকরা তার মধ্যে করোনার উপসর্গ দেখতে পান।তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠান।সেখান থেকে তাকে কুর্মিটোলা হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু এই যুবক সেখানে ভর্তি না হয়ে গ্রামের বাড়িতে চলে আসেন। ৮ এপ্রিল তার শরীরে করোনা ধরা পড়ে। বিষয়টি জানার পর থেকে যোগাযোগের জন্য আইইডিসিআর-এর কাছে দেয়া ফোন নম্বরটি বন্ধ করে দেন।রোগের কথা গোপন করে গ্রামের বাড়ি উপজেলার রসুলপুর ইউনিয়নের ঘোনারদেউলীতে অবস্থান করেন। পরে আইইডিসিআর-এ দেয়া তথ্য মতে মোবাইল নম্বর ট্র্যাকিং করে গত ১০ এপ্রিল রাতে স্বাস্থ্য বিভাগ,পুলিশ ও উপজেলা প্রশাসনের একটি বিশেষ টিম মহিউদ্দিনের বাড়ি থেকে তাকে উদ্ধার করে বিশেষ ব্যবস্থাপনায় কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।