মারুফা মির্জা: ঢাকা ও নারায়নগঞ্জ থেকে শ্রমজীবিরা আসায় ঝুঁকি নিরসনে সিরাজগঞ্জের যমুনা নদী দ্বারা বিচ্ছিন্ন জনপদ চরাঞ্চল চৌহালী উপজেলা লকডাউন ঘোষনা করেছে প্রশাসন। বুধবার সন্ধ্যায় এই ঘোষনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ। তিনি জানান, ঢাকা ও নারায়নগঞ্জ থেকে গার্মেন্ট শ্রমিক ও অন্যান্য পেশার মানুষ যমুনা পাড়ি দিয়ে এবং সড়ক পথে উপজেলার বিভিন্ন গ্রামে অবস্থান করছে। পাশাপাশি পাশ্ববর্তী উপজেলায় করোনা রোগীর সন্ধান মেলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রন ও প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটির সর্ব সম্মতিক্রমে বুধবার সন্ধ্যায় এই সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এমন অবস্থায় পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত সড়ক ও জল পথে এই উপজেলায় অন্য এলাকার মানুষের চলাচল তথা এক ইউনিয়নের মানুষকে আরেক ইউনিয়নে যাতায়াতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া বিশেষ প্রয়োজন ব্যতিত কাউকে ঘর থেকে বের না হবার নির্দেশ দেয়া হয়েছে। শুধু সরকারের নির্ধারিতরাই চলাচলা করতে পারবে নিয়ম মেনে বলে জানিয়েছেন তিনি।