মারুফা মির্জা: সিরাজগঞ্জের এনায়েতপুরে মেকার ও কলা দোকানীর যৌথ উদ্যোগে সহায়তা পেয়েছে করোনা প্রভাবে বেকার হওয়া এলাকার হত দরিদ্র ১২০ টি পরিবার। বুধবার সকালে এনায়েতপুর মন্ডলপাড়ায় মোটর সাইকেল মেকার নুরন্নবী শেখ ও কলা ব্যবসায়ী সাইদুল ইসলাম মিলে তুলে দেন এসব খাদ্য সামগ্রী। খাদ্য সহায়তার মধ্যে ছিল ৫ কেজি করে চাল, ১টি মিষ্টি কুমড়া ও ১ কেজি করে শসা। এসময় সবাইকে করোনা সচেতনতায় পরামর্শ দেয়া হয়। মানবিক কাজের উদ্যোক্তা নুরন্নবী শেখ ও সাইদুল ইসলাম জানান, এলাকার খেটে খাওয়া অসহায় সব মানুষ বেকার। ব্যক্তিগত ভাবে দু এক জনের সহায়তা পেলেও সরকারী ভাবে তেমন কিছু পায়নি কেউ। নিজেদের সে রকম স্বামর্থ না থাকলেও আমাদের সামান্য সহযোগীতা মানুষের কাছে তুলে দিতে পেরেই আত্বতৃপ্ত হয়েছি। আমরা চাই বিত্তবানরা যেন এই বিপদে অভাবী দুঃখী মানুষের পাশে দাঁড়ায়।