শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪
Homeসারাবাংলাচান্দিনায় ওএমএস এর চাল পাবেন ১হাজার ২শত জন সুবিধাভোগী

চান্দিনায় ওএমএস এর চাল পাবেন ১হাজার ২শত জন সুবিধাভোগী

ওসমান গনি: করোনাভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া নিম্ম আয়ের মানুষের জন্য কুমিল্লার চান্দিনা পৌরসভায় ১০ টাকা কেজির (ওএমএস) চাউল ১২০০জন লোককে দেওয়া হবে।
এ চাউল নিম্ন আয়ের মানুষের জন্য স্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে চান্দিনার মহারং জামে মসজিদ সংলগ্ন আবদুর রশিদ ডিলার এবং হারং উচ্চ বিদ্যালয় সংলগ্ন মোসলেম সরকার ডিলার এর ব্যবসায় প্রতিষ্ঠানে ওএমএস এর চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম।

পৃথক অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা পৌরসভার কাউন্সিলর মো. আবদুস ছালাম, পৌর আওয়ামীলীগ দপ্তর সম্পাদক মো. আবদুল হান্নান স্বপন, ৭নং ওয়ার্ড আওমীলীগ সভাপতি মো. আবু তাহের, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো. আবদুল আউয়াল মাস্টার, যুবলীগ নেতা মো. মিজানুর রহমান, মো. ওমর ফারুক প্রমুখ।

চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম জানান, ওএমএস কার্যক্রম পুনরায় চালু করায় মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই কার্যক্রমের আওতায় চান্দিনা পৌরসভার ৯টি ওয়ার্ডের ১হাজার ২শত জন সুবিধাভোগী প্রতি মাসে ১০ কেজি করে দুই বার চাল পাবেন। ১০টাকা কেজি হওয়ায় এই চাল নিম্নবিত্ত ও মধ্যবিত্তের জন্য অনেক সুবিধা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments