আবদুর রহিম সজল: পটুয়াখালীর মির্জাগঞ্জে গলায় ফাঁস দিয়ে শারমিন আক্তার (২০) নামে এক গৃহবধূ আত্নহত্যা করেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের দেউলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার উপজেলার একই গ্রামের মোঃ শফিকুল ইসলাম হাওলাদারের স্ত্রী।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি বলে জানান তিনি।