সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার বিকেলে বজ্রপাতে কৃষক আইয়ুব আলী(৫০)নিহত হয়েছেন । সে খাদুলি গ্রামের দারোগ আলীর ছেলে। জানা যায়,বৃহস্পতিবার বিকেল পাচটার দিকে উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের খাদুলি গ্রামের মাঠে শ্যালো মেশিন দিয়ে ইরি ধান জমিতে পানি দেয়াকালে তিনি বজ্রপাতে নিহত হন। বড় পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ন কবীর লিটন এ তথ্য নিশ্চিত করেছেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান ভুঁইয়া জানান , বড় পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান এ বিষয়ে লিখিতভাবে জানালে নিহতের পরিবারকে সরকারী আর্থিক সহায়তা দেয়া যাবে ।