শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রে খামারীদের দুধ ডিম বিক্রি শুরু

সাঁথিয়ায় ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রে খামারীদের দুধ ডিম বিক্রি শুরু

আব্দুদ দাইন: দেশের করোনা সংকটে খামারীদের উৎপাদিত দুধ,ডিম, মুরগী ভ্রাম্যমান বিক্রয় কেদ্রের মাধ্যমে বিক্রয়ের উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়। এরই ধারাবাহিকতায় পাবনার সাঁথিয়া প্রাণিসমম্পদ বিভাগের মাধ্যমে খামারীদের মার্কেট লিংকেজের(বিপনন সহযোগিতা)ব্যবস্থা করা হয়েছে। সাঁথিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হারুন অর রশিদ জনান, ২০ এপ্রিল থেেেক উপজেলার প্রতিটি ইউনিয়নে কম পক্ষে ২টি করে ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই বিক্রয় কেন্দ্রে খামারীরা তাদের উৎপাদিত দুধ,ডিম ও মুরগী বিক্রি করছে। এতে প্রতিদিন গড়ে প্রায় ১০হাজার লিটার দুধ ও প্রায় ২২হাজার ডিম বিক্রি হচ্ছে। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ী বেলায়েত হোসেন জানান,খামারীরা করোনা দুর্যোগ মুহূর্তে ভ্রাম্যমান বাজারজাতকরণ করে আর্থিকভাবে অনেকটা লাভবান হচ্ছে। একাজে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্টরা সার্বিক সহযোগিতা প্রদান করছে

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments