বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাবরিশাল মেডিকেলের করোনা ইউনিটে ২ ঘণ্টার ব্যবধানে দুই জনের মৃত্যু

বরিশাল মেডিকেলের করোনা ইউনিটে ২ ঘণ্টার ব্যবধানে দুই জনের মৃত্যু

বাংলাদেশ প্রতিবেদক: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত এক পুরুষ রোগীর (৫০) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটের দিকে বাউফলের কালীশুরীর ওই রোগীর মৃত্যু হয়। এর প্রায় আড়াই ঘণ্টা পর একই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরেক নারী (২৬) রোগীর মৃত্যু হয়েছে। তবে ওই নারী করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেও পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত ছিলেন না।

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, করোনা উপসর্গ নিয়ে পটুয়াখালীর বাউফলের কালীশুরীর ওই ব্যক্তি (হালিম বক্স) গত ২২ এপ্রিল হাসপাতালে ভর্তি হলে তাকে করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ হলে তাকে করোনা ওয়ার্ডের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিলো। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
করোনা পজেটিভ রোগীর মৃত্যুর বিষয়টি সংশ্লিস্ট জেলা প্রশাসনকে অবহিত করার হয়েছে বলে পরিচালক জানান।

এদিকে, একই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ২টা ২৫ মিনিটে আরও এক নারী রোগীর (২৬) মৃত্যু হয়েছে। পটুয়াখালী সদর উপজেলার হাজীখালী এলাকার বাসিন্দা ওই নারী গত বুধবার (২২ এপ্রিল) জ্বর-সর্দি-কাঁশি নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হলে তাকে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ২টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়। তবে ওই নারীর নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments