শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলামৌলভীবাজারে ৩ চিকিৎসকসহ আরও ৮ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

মৌলভীবাজারে ৩ চিকিৎসকসহ আরও ৮ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

বাংলাদেশ প্রতিবেদক: মৌলভীবাজার জেলায় নতুন করে ৩ জন চিকিৎসক, দুজন নার্সসহ আট স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মেডিসিন কনসালট্যান্ট একজন, গাইনি কনসালট্যান্ট একজন, মেডিকেল অফিসার একজন, নার্সিং সুপারভাইজার একজন, সিনিয়র স্টাফ নার্স একজন, প্রধান হিসাবরক্ষক, জমাদ্দার ও ওটি স্টেরোলাইজার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করার জন্য পাঠালে রিপোর্টে আটজনের করোনা পাওয়া যায়।

এদিকে, মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কানুনগোর শরীরে গত ৩ মে করোনা পজিটিভ ধরা পড়ে। ৫ মে রাতে আসা রিপোর্টে তার শরীরে করোনা নেগেটিভ আসে।

সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানান, এ পর্যন্ত জেলায় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। আক্রান্ত হয়েছেন ৩৪ জন। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন সাতজন। হোম কোয়ারেন্টিনে রয়েছেন এক হাজার ৮০৭ জন। হোম কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ৪৭৩ জন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments