শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাবেলকুচিতে মৃত্যু বার্ষিকী পালনের টাকায় অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ

বেলকুচিতে মৃত্যু বার্ষিকী পালনের টাকায় অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ

মারুফা মির্জা: সিরাজগঞ্জের বেলকুচিতে মৃত্যু বার্ষিকী পালনের টাকায় চাল বিতরন করা হয়েছে করোনা প্রভাবে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে। শুক্রবার বিকেলে উপজেলার আগুরিয়ায় উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আব্দুস সোবহান খানের স্ত্রী মরহুম জোবায়দা খানমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাদের বাড়ি থেকে ৭ কেজি করে চাল ২৪৪টি পরিবারে মাঝে তুলে দেন সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস। এসময় বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ ত ম ইউসুফজী খান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, স্বেচ্ছাসেবকলীগ নেতা কামাল আহমেদ, হাফিজুর রহমান, ঢাবি ছাত্রলীগের যগ্ম সম্পাদক নেতা নাজমুল হোসেন ও মরহুমার পরিবার বর্গ উপস্থিত ছিলেন। এসময় অতিথির বক্তব্যে আব্দুল লতিফ বিশ্বাস বলেন, করোনা প্রভাবে দেশের প্রতিটি মানুষ যার-যার অবস্থান থেকে ক্ষতিগ্রস্ত। আমাদের আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষনতায় দেশবাসী সচেতন হয়ে চলছে। তার নির্দেশে সাড়া দেশে সরকার ব্যাপক ত্রান তৎপরতা চালাচ্ছে। পাশাপাশি দলীয় নেতা-কর্মীরা করোনা যোদ্ধা হিসেবে অসহায় মানুষের পাশে বন্ধু হয়ে সহযোগীতা করছে। তারই দৃষ্টান্ত রাখলেন সোবহান খানের পরিবার। মৃত্যু বার্ষিকী পালনের টাকায় অসহায়দের আহার মেটাতে চাল তুলে দিয়েছেন। এই উদ্যোগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারন করে। এদিকে ব্যতিক্রম এই উদ্যোগের বিষয়ে মরহুমার বড় ছেলে গোলাম মোস্তফা খান স্বপন ও শহিদুল ইসলাম খান জানান, আমার মা জোবায়দা খানমের আজ ২৩ তম মৃত্যু বার্ষিকীতে রোজাদারদের জমায়েত করে ইফতার আয়োজন না করে ৬০ হাজার টাকায় চাল কিনে ৭ কেজি হারে ২৪৪টি পরিবারের মাঝে বিতরন করেছি। এই উদ্যোগ আমাদের মরহুম মা-বাবার আত্তার শান্তি কামনার্থে মুলত করা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments