শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলানীলফামারীতে ফসলি জমির ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

নীলফামারীতে ফসলি জমির ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

মহিনুল ইসলাম সুজন: নীলফামারী সদরের চারালকাটা নদী খননের বালু নদীর দু’ধারের ফসলী জমিতে ফেলে পাউবোর ঠিকাদার ফসলের ব্যাপক ক্ষতি সাধিত করেছে। ক্ষতিগ্রস্থ্য ৮৭ কৃষক পরিবার ক্ষতিপূরণের দাবিতে রবিবার(১০মে)সকালে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী ও দুপুরে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন।নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের বেড়াডাঙ্গা বর্মতল গ্রামবাসী চারালকাটা নদীর পাড়ে ক্ষতি পূরণের দাবিতে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধন চলাকালে ক্ষতিগ্রস্থ্ধসঢ়;দের মধ্যে বক্তব্য রাখেন, গোলাম রব্বানী, আজিজুল হক, অতুল সাধু, সাফিয়ার রহমান প্রমূখ। ক্ষতিগ্রস্থ ২ কৃষকরা বলেন, নদীর দু’ধারের প্রায় ৩শ একর আবাদী জমির ফসল ক্ষতি সাধিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ঠঠি কাদার নদী খননের সময় ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিলেও এখন ক্ষতিপূরণ না দিয়ে উল্টো সরকারি কাজে বাধাঁদানের নামে মামলার হুমকী দিচ্ছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments