শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলারংপুর নগরিতে ৩ প্লাষ্টিক কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

রংপুর নগরিতে ৩ প্লাষ্টিক কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

জয়নাল আবেদীন: রংপুরে পরিবেশ ছাড়পত্র না থাকায় তিন পুরাতন প্লাস্টিকের কারখানায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর ও মেট্টোপলিটন গোয়েন্দা পুলিশ। বুধবার রংপুর নগরীর সাতমাথা মাহিগঞ্জ এলাকায় এ অভিযান চালানো হয়। জানা যায়, রংপুর মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠকের নেতৃত্বে বুধবার নগরীর সাতমাথা এলাকায় অভিযান চালিয়ে মোঃ আক্তার হোসেন ও মোঃ আয়নাল হক নামে দুজনের পুরাতন প্লাস্টিক কারখানায় অভিযান চালানো হয়। এসময় পরিবেশ আইন ১৯৯৫ এর ৬(গ) মতে পরিবেশের ছারপত্র ছাড়াই পুরাতন প্লাষ্টিক কারখানার ব্যবসা করার দায়ে তাদের দুজনের ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পরে অন্য আরেকটি কারখানায় অভিযান চালিয়ে হানিফ মিয়া নামে আরেক ব্যাবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান। এ সময় মেট্টোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোঃ আলতাফ হোসেন, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক কাজী সাইফুদ্দিন, ইন্সপেক্টর এবিএম ফিরোজ ওয়াহিদ, রাজেশ কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments