সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
Homeসারাবাংলাএনায়েতপুরে মৃত নারীর সংস্পর্শে আসা ক্লিনিকের ১১ জনের করোনা নেগেটিভ

এনায়েতপুরে মৃত নারীর সংস্পর্শে আসা ক্লিনিকের ১১ জনের করোনা নেগেটিভ

মারুফা মির্জা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খোকশাবাড়ি মন্ডলপাড়ায় অবস্থিত নিরাময় ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে করোনায় মৃত নারীর সংস্পর্শে আসা ১১ জন চিকিৎসক কর্মচারীর দুই দফা নমুনা পরীক্ষার করোনা নেগেটিভ এসেছে। এছাড়া স্বাস্থ্য বিধি অনুযায়ী ১৪ দিন লকডাউনে থাকা ক্লিনিকটি মানুষের চিকিৎসার জন্য খুলে দিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম জানান, বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুল আলীমের করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া স্ত্রী ইসমত আরা খাতুন (৩২) গত ৩ মে শাহজাদপুর উপজেলাধীন এনায়েতপুর থানার খোকশাবাড়ি মন্ডলপাড়ায় অবস্থিত নিরাময় ক্লিনিকে সিজার করিয়ে সন্তান প্রসব করে। এরপর আবারো তিনি শ্বাস কষ্ট ও করোনার অন্যান্য উপসর্গ নিয়ে গত ৯ মে ক্লিনিকটিতে চিকিৎসার জন্য আসেন। পরে তিনি চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান। পরদিন ১০ মে তিনি বাড়িতে মারা যান। তখন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ১৪ মে করোনা পজিটিভ আসে। ঐদিন বাড়িটি ও চিকিৎসা নেয়া নিরাময় ক্লিনিকটি ১৪ দিনের জন্য লকডাউন করে প্রশাসন। এরপর ক্লিনিকের ১১ জন চিকিৎসক, নার্স ও কর্মচারীর নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য পাঠানো হলে তা নিগেটিভ আসে। একই ভাবে তাদের আবারো নমুনা পাঠানো হলে ২৩ মে করোনা নেগেটিভ আসে। এদিকে পরপর দু দফা পরীক্ষায় করোনা নেগেটিভ আসা ও ১৪ দিন অতিবাহিত হওয়ায় ক্লিনিকটি স্থাস্থ্য বিভাগ বৃহস্পতিবার সকালে খুলে দিয়েছে। চলমান সংকটের মধ্যে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাস্থ্য বিধি মেনে চালু রয়েছে বলে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মন্ডল জানিয়েছেন। তিনি জানান, দুরের যেকোন রোগী বা তাদের স্বজনরা আসলে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করিয়েই চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments