বাংলাদেশ প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাকোশপোতা গ্রামে ৬ বছরের শিশুকে হত্যা করে তার মা আত্মহত্যা করেছেন বলে খবর পা্ওয়া গেছে।
শুক্রবার রাতে উপজেলার নেপা ইউনিয়নের বাকোশপোতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের মামুন হোসেনের স্ত্রী রিফা খাতুন (২৫) ও তার ৬ বছরের ছেলে রাব্বী হাসান রিফাত।
মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খাঁন জানান, গেল রাতে ছেলে রিফাতকে সাথে নিয়ে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন বাবা মামুন মিয়া। রাত ৩ টার দিকে গোয়াল ঘরে গরুর খাবার দিয়ে ফিরে এসে দেখেন বিছানায় নেই রাব্বী। পরে জানালা দিয়ে টর্চের আলোয় ঘরের ভেতরে দেখতে পান স্ত্রী রিফা খাতুন গলায় ফাঁস নিয়ে ঝুলছে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে রাব্বীকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সকালে লাশ দুটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ছেলেকে শ্বাসরোধে হত্যার পর মাও আত্মহত্যা করেছে।
ওসি আরো জানান, রিফা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।