আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলে নতুন করে আরও ১৯ জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৬৫ জনে। নতুন আক্রান্তদের মধ্যে নাগরপুরে ৫ জন, দেলদুয়ারে ৩ জন, গোপালপুরে ৩ জন, মধুপুরে ২ জন, ঘাটাইলে ১ জন, কালিহাতীতে ১ জন, সখিপুরে ১ জন, মির্জাপুরে ১ জন ও টাঙ্গাইল সদর উপজেলায় ২ জন রয়েছেন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, ১৩২ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১২৯ জন চিকিৎসাধীন রয়েছে। এছাড়া ৪২ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। জেলায় এপর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের।