মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে ৩০০ মিটার রাস্তায় জনদুর্ভোগ

বাউফলে ৩০০ মিটার রাস্তায় জনদুর্ভোগ

অতুল পাল: বাউফলের বাণিজ্যিক কেন্দ্র কালাইয়া বন্দরের সদর রোডে মাত্র ৩০০ মিটার রাস্তা সংস্কারের অভাবে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারি ও স্থানীয়দের। সামান্য বৃষ্টিতেই পানি জমে যানবাহনসহ পথচারিদের যাতায়াতে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সরেজমিন দেখা গেছে, কালাইয়া বন্দরের সকল রাস্তা ইতিমধ্যে সংস্কার এবং নতুন করে করা হলেও সদর রোডের দক্ষিণ প্রান্তে ৩০০ মিটার রাস্তা দীর্ঘদিন ধরে ফেলে রাখা হয়েছে। ওই দক্ষিণ প্রান্ত দিয়েই পার্শ্ববর্তী দশমিনা, গলাচিপা এবং পটুয়খালী এলাকার ব্যবসায়িসহ যানবাহনের কালাইয়া বন্দরে প্রবেশ করতে হয়। সদর রোডের নতুন করা রাস্তা থেকে ওই অংশটুকু প্রায় এক থেকে দেড় ফুট নিচু। অপরদিকে ওই অংশটুকুতে পানি নিস্কাসনের কোন ব্যবস্থা নেই। ফলে সামান্য বৃষ্টি হলেই রাস্তা তলিয়ে যায়। ভারি বৃষ্টি হলে যানবাহন ও পথচারিদের যাতায়াত বন্ধ হয়ে যায়। ঘটে নানা দুর্ঘটনা। বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট ইউপি সদস্য ফকরুল ইসলাম ফোরকান জানান, সদর রোডের ওই অংশটুকু নতুন করে করার জন্য উপজেলা এলজিইডির মাধ্যমে এ্যাস্টিমেট করে নেয়া হয়েছে। পরবর্তি কার্যক্রম সম্পর্কে আমি জানিনা। এবিষয়ে জানতে উপজেলা প্রকৌশলীকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি। ভূক্তভোগিরা জানান, এই ৩০০ মিটার রাস্তা না করে সংশ্লিষ্টরা তাদের সাথে বিমাতাসূলব আচারণ করছেন। রাস্তার জন্য তাদের ব্যবসা-বাণিজ্যেও ক্ষতি হচ্ছে। ভারি বৃষ্টিপাত শুরু হওয়ার আগেই এই রাস্তাটুকু করে দেয়ার জন্য তারা দাবি জানিয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments