শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় বাকপ্রতিবন্ধী সেলিনার পাশে দাড়ালেন ইউএনও

সাঁথিয়ায় বাকপ্রতিবন্ধী সেলিনার পাশে দাড়ালেন ইউএনও

আব্দুদ দাইন: জীবনের ৪৫টি বছর কেটে গেছে পাবনার সাঁথিয়া উপজেলার আর আতাইকুলা ইউনিয়নের গাঙ্গহাটি গ্রামের কারিগর পাড়ার মধ্য বয়সী সেলিনা খাতুনের। জীবন স্বাভাবিক হলে তার সংসার হত থাকত সন্তানাদি। কিন্তু বাকপ্রতিবন্ধী হওয়ায় কিছুই হয়নি তার জীবনে। ভাইয়ের আশ্রয়ে লালিত পালিত। বোনকে একটু ভাল রাখতে ভাই আলী আজম গত এক দশক ধরে এর- ওর কাছে কাকুতি -মিনতি করেছেন একটু সরকারি সুবিধা মঞ্জুরের জন্য। কিন্তু কাজ হয়নি। সেলিনার ভাই আলী আজম জানান, ফোন করে আমার বোনের এমন অসহায়ত্বের কথা জানিয়ে ছিলাম পাবনার সাঁথিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম জামাল আহমেদকে। এ কথা শোনার পর ইউএনও স্যার পরদিনই তাঁর অফিসে ডেকে নিয়ে তাৎক্ষণিকভাবে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দেন।। প্র্রতিবন্ধী সেলিনার ভাই জানান, তারা ১০ ভাই বোন। তাদের পিতা মৃত আ: গফুর প্রাং রেখে যান মাত্র ২৪ শতাংশ জমি। তিনি বলেন, দু:েখর বিষয় হলো- তাদের দুটি বোন বাকপ্রতিবন্ধী। যখন পিতা মারা যান ওদের বয়স যখন ৭/৮ বছর হবে তখন। দরিদ্র পরিবারে অনেক কষ্ট করে বেড়ে ওঠে তার দুটি বোন। কুটির শিল্প জাতীয় কোন কাজ করে যে তারা স্বাবলম্বী হবেন সেই কাজ করার মত বুদ্ধিই তাদের নেই। তাই আমাদের দেয়া আশ্রয়ই আমার বোন দু’টির একমাত্র ভরসা। আলী আজম বলেন, ভাবতেই পারিনি এই করোনা দুর্যোগের মধ্যেও স্যার তার অফিসে ডেকে প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করিয়ে প্রতিবন্ধী কার্ডের ব্যবস্থা করে দিবেন। আমরা তার জন্য দোয়া করি।’ উপজেলা সমাজসেবা অফিসার আয়ুব আলী খাঁন জানান, বাকপ্রতিবন্ধী ওই অসহায় নারী সেলিনার কথা শুনে ইউএনও স্যার তাকে অফিসে আনার ব্যবস্থা করেছেন। তাৎক্ষণিক আমাদেরও জানিয়েছেন। তাকে তালিকাভূক্ত করে কার্ড দেয়ার প্রয়োজনীয় কাজ সম্পাদন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এমএম জামাল আহমেদ জানান, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচি মোতাবেক কোন প্রতিবন্ধী সহায়তা থেকে বাদ যাবে না। কিন্তু যে কোন কারণেই হোক, সেলিনা খাতুনের ভোগান্তি হয়েছে। তাদের পরিবারের দীর্ঘদিনের একটি সমস্যা সমাধান করতে পেরে আমারও ভাল লাগছে। প্রতিবন্ধী সেলিনা আজীবন এভাতা পাবেন। বাস্তবতার নিরিখে বলা যায়- এ ক্ষুদ্র সাহায্যটুকুই তার জীবনের একটা অবলম্বন হতে পারে বলে ইউএনও মন্তব্য করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments