শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে করোনা ও উপসর্গে ৩ নারীর মৃত্যু

লক্ষ্মীপুরে করোনা ও উপসর্গে ৩ নারীর মৃত্যু

বাংলাদেশ প্রতিবেদক: লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় দুইজন নারী এবং করোনার উপসর্গ নিয়ে একজন নারী মারা গেছেন। এদের মধ্যে একজনের নাম জাহানারা বেগম (৮০)। তিনি জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফারের মা। এ নিয়ে জেলায় করোনা এবং উপসর্গ নিয়ে মারা গেলেন মোট ৬৫ জন।

শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার এসব তথ্য জানান।

তিনি বলেন, জেলায় নতুন করে ২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরে ১৮, রামগঞ্জে ৭, রায়পুরে ১ এবং কমলনগর উপজেলায় একজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা হাজারের ঘর ছাড়িয়ে এক হাজার নয়জনে পৌঁছাল। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫৭০ জন।

তবে লকডাউন শিথিল করার ফলে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে স্বাস্থ্য বিধি মানছেন না। এতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে করোনা সংক্রমণ আরো ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে বলে চিকিৎসক এবং এলাকাবাসী আশংকা করছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments