শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাপ্রনোদনার দাবীতে ঈশ্বরদীতে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন

প্রনোদনার দাবীতে ঈশ্বরদীতে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন

স্বপন কুমার কুন্ডু: করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ঈশ্বরদীর শতাধিক কিন্ডারগার্টেন শিক্ষার্থিদের নিকট হতে বেতন আদায় করতে পারছে না। শিক্ষার্থী বেতন নির্ভর এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বেতন প্রায় ৪ মাস যাবত বন্ধ। এছাড়াও প্রাতিষ্ঠানিক ভাড়া, বিদ্যুৎ বিলসহ বিভিন্ন রকমের খরচ নিয়ে বিব্রতকর পরিস্থিতির সম্মুখিন হয়েছে কিন্ডারগার্টেনগুলো। এই অবস্থায় প্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারীদের বাঁচাতে প্রধানমন্ত্রীর নিকট আর্থিক প্রণোদনাসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার রেলগেট এলাকায় মানববন্ধন করেছে ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
এসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, সায়রুন-নেসা মল্লিক আইডিয়াল হাই স্কুল এন্ড কিন্ডার গার্টেনের অধ্যক্ষ উদয় নাথ লাহিড়ী, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন, মাতৃছায়া কিন্ডারগার্টেন এর পরিচালক শেখ মহসীন প্রমূখ। পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments