শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ২শ ১১ সাংবাদিক প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক পেল

রংপুরে ২শ ১১ সাংবাদিক প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক পেল

জয়নাল আবেদীন: করোনাকালীন পরিস্থিতিতে রংপুর বিভাগের সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। নীলফামারী ও গাইবান্ধা জেলা ছাড়া বিভাগের ছয় জেলার ২০১ জন সাংবাদিক এই আর্থিক সহায়তা পেয়েছেন। বৃহস্পতিবার দুপুরে রংপুর জিলা স্কুল অডিটরিয়ামে সহায়তা চেক বিতরণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ।এসময় প্রতিমন্ত্রী বলেন, এমন কোনো জায়গা নাই যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজর নেই। দেশের উন্নয়নের সাথে মানুষের ভাগ্যের জন্য জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। এমন সাহসী পথচলায় প্রধানমন্ত্রীর সবচেয়ে কাছের মানুষ গণমাধ্যম কর্মীরা। দেশের সংকটময় পরিস্থিতিসহ রাজনৈতিক প্রেক্ষাপটেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে দেশকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা রেখেছেন উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সাংবাদিকরাই বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরেন। এ দেশকে এগিয়ে নিতে সব সময় ভূমিকা রাখছে। করোনার মতো বৈশ্বিক সংকটেও তারা লড়ছেন। এই গণমাধ্যম কর্মীদের পাশে প্রধানমন্ত্রী সাংবাদিকদের জন্য এগিয়ে এসেছেন। অনুষ্ঠানে রংরংপুর জেলা প্রশাসক আসিব আহসান মিতুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রংপুরের বিদায়ি বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা: আবদুল আলীম মাহমুদ, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, বিএফইউজে’র নির্বাচন কমিটির সদস্য ফারুক আহমেদ তালুকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর প্রেসক্লাব সভাপতি রশীদ বাবু, সাধারণ সম্পাদক রফিক সরকার ।রংপুরের ৪৮, দিনাজপুরের ৫৪, পঞ্চগড়ের ৩০, কুড়িগ্রামের ৩২, লালমনিরহাটের ১৮ এবং ঠাকুরগাঁও জেলার ২৯ জন মোট ২শ১১ জন সাংবাদিককে দশ হাজার টাকা করে মোট ২১লাখ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা চেক প্রদান করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments