বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলারংপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে

রংপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে

জয়নাল আবেদীন: রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। শনিবার নতুন আক্রান্ত ব্যক্তি শনাক্তের পর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৮ জনে। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১ হাজার ৬শ১৯ জন ও মারা গেছেন ৩৩ জন। করোনায় আক্রান্ত হয়েছে সুস্থ্য হওয়ার শতকরা হার প্রায় ৮০ ভাগ। এদিকে রংপুর মেডিকেল কলেজে শনিবার ১শ৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬১ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ২৮ জন, কুড়িগ্রামে ১৪ জন, লালমনিরহাটে ৯ জন, গাইবান্ধায় ৭ জন, গাজিপুরের ১ জন, নীলফামারীর ১ জন ও চাপাই নবাবগঞ্জের ১ জন রয়েছেন। রংপুর জেলায় নতুন আক্রান্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক নারী (২৮), কুড়িগ্রাম উলিপুর আকন্দপাড়ার এক পুরুষ (৫৮), কুড়িগ্রাম সদরের এক নারী (৩৬), নীলফামারী সৈয়দপুরের এক বৃদ্ধা (৭৩), আরটিআই কর্নারের এক নার্স (৫৬), আরটিআই কর্নারে চিকিৎসাধীন গাজীপুর কালিকৈরের এক চিকিৎসক (২৯), রমেক হাসপাতালের এক চতুর্থ শ্রেণির কর্মচারী (৩৭), কামাল কাছনার এক পুরুষ (৩৯), রংপুর নগরীর ঠিকাদারপাড়ার এক নারী (৪২), মুন্সিপাড়ার এক নারী (৩৮), পাশারীপাড়ার এক পুরুষ (৩৯), কামাল কাছনার এক নারী (৪২), কামদেবপুরের এক পুরুষ (৪০), বিনোদপুরের এক নারী (৫৫), কামারপাড়ার এক কিশোরী (১৬), সর্দারপাড়ার এক নারী (৫০), ধাপ বনানী লেনের এক নারী (১৯), অপর নারী (৫৩), সেনপাড়ার এক পুরুষ (৩৯), উত্তম হাজীরহাটের এক পুরুষ (৩৭), বাবুখাঁর এক পুরুষ (৪২), মাহিগঞ্জের এক পুরুষ (৪৮), মুন্সিপাড়ার এক পুরুষ (৫৪), ধাপ কাকুলী লেনের এক নারী (২০), সর্দারপাড়ার এক বৃদ্ধ (৬০),

চেকপোস্টের এক নারী (৪৫), সাতগাড়া মিস্ত্রিপাড়ার এক নারী (৩৮), রংপুর সিভিল সার্জন অফিসের চাপাইনবাবগঞ্জের এক নারী (২৫), মিঠাপুকুর লতিফপুরের এক পুরুষ (৪৩), এক নারী (৪০), কাউনিয়া বালাপাড়ার এক পুরুষ (৫০), পীরগঞ্জ থানার এক পুলিশ সদস্য (২২), অপর পুলিশ সদস্য (৩১)। কুড়িগ্রাম জেলায় নতুন আক্রান্তরা হলেন, ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন এক পুরুষ, এক যুবক (১৯), রাজিবপুর চাঁন্দামারির এক পুরুষ (৩৫), পাইকপাড়ার এক যুবক (২৪), নাগেশ্বরী পায়রাডাঙ্গার এক পুরুষ (৩০), থানাপাড়ার এক পুরুষ (৪৭), রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী (২৬), এক পুরুষ (৩৮), ফুলবাড়ি চান্দরখানার এক পুরুষ (৫৭), গঞ্জারহাটের এক বৃদ্ধ (৬০), গোরকমন্ডালের এক যুবক (২১), ফুলমতির এক পুরুষ (২৯)। লালমনিরহাট জেলায় নতুন আক্রান্তরা হলেন, লালমনিরহাট পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক পুরুষ (৪৪), কালিগঞ্জ দলগ্রামের এক নারী (৪০), এক বৃদ্ধ (৭০), এক বৃদ্ধা (৬৫), এক পুরুষ (৩৩), অপর বৃদ্ধা (৬০), উত্তর মুশরাত মাদাটির এক পুরুষ (৫০), এক নারী (৪৫), হাতিবান্ধা পশ্চিম বাশিগ্রামের এক বৃদ্ধ (৬০)। গাইবান্ধা জেলায় নতুন আক্রান্তরা হলেন, সদর ডেভিড কোম্পানীপাড়ার এক নারী (৫২), সাদুল্ল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক পুরুষ (৫৮), এক নারী (৫৩), সাদুল্ল্যাপুর জয়েনপুরের এক নারী (২২), পলাশবাড়ি নুড়িয়াগাড়ির এক শিশু (৮), ফুলছড়ি ফায়ার সার্ভিসের এক পুরুষ (৫৫)। শনিবার ১শ৮৮ জনের নমুনা পরীক্ষায় আক্রান্তরা ব্যক্তিরা শনাক্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments