ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি, বিক্ষোভের পর রাধাকান্ত বিশ্বাস গ্রেপ্তার

বাংলাদেশ প্রতিবেদক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ইসলাম ধর্ম ও কোরআন নিয়ে কটূক্তি করায় রাধাকান্ত বিশ্বাস (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

আজ বুধবার ভোররাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মো. বদরুজ্জামান। তিনি জানান, রুবেল মিয়া নামে কটূক্তিকারীর এক ফেসবুক বন্ধু বাদী হয়ে আজ রাধাকান্ত বিশ্বাসের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন। এটি ফেঞ্চুগঞ্জ থানায় দায়ের করা প্রথম ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা।

গ্রেপ্তার রাধাকান্ত বিশ্বাস উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের নিজ ঘিলাছড়া (মোকামবাজার) গ্রামের রায় মনি বিশ্বাসের ছেলে। রাধাকান্ত পেশায় একজন রাজমিস্ত্রী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে একই গ্রামের রুবেল মিয়া তার ফেসবুক বন্ধু রাধাকান্ত বিশ্বাসের ‘হিন্দু বিবাহের শক্তি’ শিরোনামে ছবিযুক্ত একটি পোস্ট দেখতে পান।

পোস্টে লেখা ছিল, ‘পৃথিবীর সকল ধর্মে বিবাহ একটা সেক্সুয়াল চুক্তি। কিন্তু হিন্দু ধর্মে বিবাহ একটা ব্রত, ধর্মানুষ্ঠান। ইসলাম ধর্মে কোরআনের কালেমা দ্বারা বিবাহ পড়ানো হয় কিন্তু “তালাক” উচ্চারণ করলেই সব শেষ! কালেমার এই শক্তি! হিন্দু বিবাহে কোনো “তালাক” নেই। এ থেকে কী প্রমাণ হয় না, কোরআনের আয়াতের চেয়ে বেদ মন্ত্রের শক্তি বেশি?”

রাধাকান্ত বিশ্বাসের এমন পোস্টটি ভাইরাল হওয়ায় স্থানীয় মুসলিমদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এদিন সন্ধ্যার পর থেকে স্থানীয় মোকামবাজারে জড়ো হতে থাকেন ধর্মপ্রাণ মুসলিমরা। খবর পেয়ে মোকামবাজারে উপস্থিত হন ঘিলাছড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল মছব্বির ও ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাসার মো. বদরুজ্জামানসহ একদল পুলিশ।

এসময় কটূক্তিকারীকে দ্রুত আটক করে আইনের আওতায় নেওয়া হবে বলে পুলিশ আশ্বাসে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে গতকাল দিবাগত রাতে রাধাকান্ত বিশ্বাসকে আটক করে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।

মামলার বাদী রুবেল মিয়া বলেন, ‘ইসলাম ধর্ম ও পবিত্র কোরআন নিয়ে কটূক্তি করায় ইমানি দায়িত্ববোধ থেকে থানায় অভিযোগ করেছি। যেহেতু কটূক্তিকারী আইনের আওতায় সেহেতু এ নিয়ে এলাকায় যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয়, সে বিষয়টি নিয়ে আজ বুধবার বিকেলে মোকামবাজার সংলগ্ন স্কুল মাঠে এক অবহিতকরণ সভার আয়োজন করা হয়েছে।’

এ বিষয়ে ওসি আবুল বাসার মো. বদরুজ্জামান বলেন, ‘চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ধর্মপ্রাণ মুসলিমদের আশ্বাস প্রদানের দুই ঘণ্টার মধ্যে কটূক্তিকারী রাধাকান্ত বিশ্বাসকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।’ আসামিকে সিলেট আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Previous articleরায়পুরে প্রাইভেট হাসপাতালগুলোতে অভিযান, ৭টি বন্ধের নির্দেশ
Next articleসাঁথিয়ায় প্রায় পৌনে ২ কোটি টাকা ব্যয়ে ২টি সড়ক নির্মান কাজের উদ্বোধন
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।