শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে প্রাইভেট হাসপাতালগুলোতে অভিযান, ৭টি বন্ধের নির্দেশ

রায়পুরে প্রাইভেট হাসপাতালগুলোতে অভিযান, ৭টি বন্ধের নির্দেশ

তাবারক হোসেন আজাদ: নানা অনিয়ম ও অব্যবস্থাপনা এবং নবায়ন করা হয়নি এমন অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুরে ১০ টি প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়েছেন সিভিল সার্জন। মঙ্গলবার দুপুরে (২৫ আগষ্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করেন। এসময় নবায়ন না থাকা ও ডিপ্লোমা নার্স না থাকাসহ অন্যান্য অনিয়মের সত্যতা পাওয়ায় মাতৃছায়া ও সেবা ছাড়া ৭টি প্রাইভেট হাসপাতাল বন্ধের জন্য মৌখিক এবং বুধবার দুপুরে (২৬ আগস্ট) লিখিতভাবে নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগষ্ট) দুপুর ১১টা থেকে ২টা পর্যন্ত অভিযানে সিভিল সার্জনসহ তার টিম অপারেশন থিয়েটার, ফার্মেসি, প্যাথলজিক্যাল ল্যাব পরিদর্শন করেন, কাগজপত্র যাচাই বাছাই করেন। হাসপাতালগুলো হলো- রায়পুর মেঘনা, মেহেরুন্নেছা, মেক্স কেয়ার, মর্ডাণ, জনসেবা, নিরাময় এবং মা ও শিশু হাসপাতাল। অভিযানে স্বাস্থ্যসেবা বিভাগের সিভিল সার্জন ডাঃ আব্দুল গফফার ও রায়পুর সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বাহারুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন ডাক্তার আব্দুর গফ্ধসঢ়;ফার বলেন, গত ২৩ আগস্ট হাসপাতালগুলোর নবায়ন করার শেষ সময় ছিল। কিন্তু প্রায় হাসপাতাল তাদের কাগজপত্র নবায়ন করেননি। কোনো প্রতিষ্ঠান বন্ধ করা বা সিলগালা করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাচ্ছি, আমাদের সেবামূলক প্রতিষ্ঠানগুলো সুষ্ঠু নিয়মে চলুক। আইনের মধ্যে থেকে সেবা নিশ্চিত করুক। সিভিল সার্জন আরও বলেন, রায়পুরে প্রাইভেট হাসপাতালগুলোর নবায়ন না করা ও কিছু সমস্যা পাওয়া গেছে। সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে কাগজপত্রসহ অন্যান্ন সমস্যাগুলো দ্রুত সমাধান করতে নির্দেশ দেয়া হয়েছে। রায়পুর সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বাহারুল আলম বলেন, সিভিল সার্জনের নির্দেশে বুধবার দুপুরে লিখিতভাবে রায়পুরের ৭টি বেসরকারি হাসপাতাল বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লক্ষ্মীপুর প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক এসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুর রহমান চৌধুরী তুহিন বলেন, রায়পুরে ১০টি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। প্রায় হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরের সকল কাগজপত্র জমা দিলেও কর্তৃপক্ষের দ্বারা হয়রানির শিকার হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments