আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বানিয়াফৈর গ্রামের একটি বিড়ি ফ্যাক্টরিতে স্থানীয় কাস্টমস কর্মকর্তারা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্যান্ডরোল বিহীন বিড়ি জব্দ করেছে। এ ঘটনায় বুধবার বিকালে আটক মিরাজ বিড়ি ফ্যাক্টরি’র মালিক মীর মিরাজ হোসেন (৩৫) কে জেল হাজতে প্রেরন করেছে কালিহাতী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মিরাজ উপজেলার বানিয়াফৈর গ্রামের হুমায়ুন কবীরের ছেলে। টাঙ্গাইল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের বিভাগীয় কর্মকর্তা জোবায়দা খানম জানান, উপজেলার বানিয়াফৈর গ্রামে মিরাজ বিড়ি ফ্যাক্টরীর মালিক মিরাজ ও তার বাবা মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে পুরাতন, নকল ও ব্যান্ডরোল বিহীন বিড়ি বাজারজাত করে আসছিল। এমন সংবাদের প্রেক্ষিতে রোববার বিকেলে মিরাজ বিড়ির ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করি। অভিযানকালে ব্যান্ডরোল বিহীন ৩৬ হাজার ৫’শ, পুরাতন ব্যান্ডরোল ১ লাখ ৩ হাজার ৫’শ এবং ব্যবহার অযোগ্য (পুরাতন) ব্যান্ডরোল ৮০ হাজার সহ মোট ২ লাখ ২০ হাজার বিড়ি জব্দ করা হয়। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা আহমেদ সোলায়মান মিরাজ বিড়ি ফ্যাক্টরির মালিক মীর মিরাজকে গ্রেপ্তার করে কালিহাতী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর এ(বি) ধারায় একটি মামলা (কালিহাতী থানার মামলা নং-০৩, তারিখ- ০৮/০৯/২০) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কালিহাতী থানার এস আই রূপন কুমার সরকার জানায়, টাঙ্গাইল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা আহমেদ সোলায়মান জব্দকৃত সকল আলামত থানায় প্রেরন করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।