বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
Homeসারাবাংলাকিশোরগঞ্জে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বাংলাদেশ প্রতিবেদক: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সিদ্দিকুর রহমানকে (৬০) কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে কটিয়াদী বাজার থেকে বাড়ি ফেরার পথে চরনোয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সিদ্দিকুর রহমান উপজেলার জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দি গ্রামের মৃত মো. আবদুল মন্নাফের ছেলে ও জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

স্বজনরা জানান, বুধবার রাত ৯টার দিকে কটিয়াদী বাজার হতে বাড়ি ফেরার পথে সিদ্দিকুর রহমানকে একদল দুর্বৃত্ত এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে।

এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ভাগলপুর জহুরুর ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরপরই সিদ্দিকুরের মৃত্যু হয়।

কটিয়াদী থানার ওসি এম এ জলিল বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments