জয়নাল আবেদীন: ‘২২-এ চ্যানেল আই, সামনে এগিয়ে যাই’ শ্লোগানে রংপুরে জন্মদিনের কেককাটা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রংপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ মিলনায়তনে করোনাক্রান্তিতে সীমিত পরিসরে জন্মদিনের উৎসব উদ্যাপন করা হয়। মেরিনা লাভলী’র সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, বিশিষ্ট ব্যবসায়ী তানবীর হোসেন আশরাফী। মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, চ্যানেল আই ২২ বছরে পদার্পণ করেছে। তাদের দীর্ঘপথচলা এবং এক নম্বর অবস্থান ধরে রাখা অত্যন্ত কঠিন কাজ। অনেক প্রতিষ্ঠান আগে জন্ম নেয়, পরে আসা প্রতিষ্ঠানগুলো তাকে টপকিয়ে সামনের স্থান দখল করে। কিন্তু চ্যানেল আই তার বস্তুনিষ্ঠ সংবাদ, বিনোদন, কৃষি, প্রকৃতি, শিক্ষামূলক কার্যক্রম বেশি বেশি প্রচার করে তাদের অবস্থান ধরে রেখেছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ চ্যানেল আই’র ২২ বছর পদার্পনে অভিনন্দন জানিয়ে বলেন দেশে প্রতি বছর জমির পরিমান কমছে ও জনসংখ্যা বাড়ছে। এই বিপুল সংখ্যক জনগোষ্ঠির খাদ্য চাহিদা মেটাতে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। এরপর পাশাপাশি চ্যানেল আই উন্নত কৃষি পদ্ধতি- আধুনিক প্রযুক্তি ব্যবহারসহ উন্নত- লাভজনক ফসল চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করছে। তারা কৃষি ও কৃষকদের সমস্যা সম্ভাবনাগুলো তুলে ধরে সরকারকে সহযোগিতা করছে। অন্যান্য সরকারী সংস্থার পাশাপাশি চ্যানেল আইও দেশের কৃষি বিপ্লবের অংশীদার। চ্যানেল আই ভবিষ্যতেও দেশের কৃষি, প্রকৃতিসহ সর্বক্ষেত্রে অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন ।