ফিরোজ সুলতান: ঠাকুরগাঁওয়ে মোঃ নাহিদ হাসান (২০)নামে এক মাদক ব্যবসায়ীকে ১৩০পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী র্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন ১৩নং গড়েয়া ইউনিয়নের গড়েয়া গোপালপুর গ্রামস্থ ১২৭নং গড়েয়া গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার নিকট ১৩০ (একশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট (নেশাজাতীয় মাদকদ্রব্য) ও মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন জব্দ করে র্যাব। নাহিদ সদর উপজেলার সেনুয়াপাড়া এলাকার মোতালেব খানের ছেলে। সিপিসি-২, নীলফামারী ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার আ. ন. ম. ইমরান খান বিষয়টি নিশ্চিত করে জানান, ঠাকুরগাঁও সদর থানায় আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাকি প্রক্রিয়া চলমান রয়েছে।