বাংলাদেশ প্রতিবেদক: মুন্সিগঞ্জে টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাপুর গ্রাম থেকে সোহান চোকদার (২৫) নামে এক যুবককে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয়ভাবে জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে (১৭) একাধিকবার ধর্ষণ করেন ওই যুবক। এ সময় ভিডিও ধারণ করে রাখেন তিনি। পরবর্তীতে মেয়েটি বিয়ের কথা বললে তিনি তাকে হুমকি দেন এবং অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে পরেও একাধিকবার ধর্ষণ করেন।
এনিয়ে এলাকায় আপোষ মিমাংসার চেষ্টা চললেও মেয়েটিকে স্ত্রী হিসেবে মেনে নিতে অস্বীকার করেন ওই যুবক। পরে গত ৮ অক্টোবর ধর্ষণের শিকার মেয়েটি বিষ পান করে আত্মহত্যা করার চেষ্টা করেন।
এই ঘটনায় টঙ্গিবাড়ী থানায় মামলা দায়ের করা হলে প্রেমিক সোহান চোকদারকে রোববার রাতে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, মেয়েটিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ধর্ষক সোহানকে গ্রেফতার করে মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।