শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় এলজিইডি’র পাকা সড়কের বেহাল দশা, দূর্ঘটনার ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

উল্লাপাড়ায় এলজিইডি’র পাকা সড়কের বেহাল দশা, দূর্ঘটনার ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দহকুলায় এলজিইডি’র পাকা সড়কের ক্ষতি হয়েছে। এ সড়কের প্রায় ৫শ ফুট দু’পাশ ধ্বসে গেছে। এখন তিন চাকার যানবাহন গুলো দূর্ঘটনার ঝুঁকিতে চলাচল করছে। সাধারণ জনগনকে বেশ দূর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে। উল্লাপাড়ার মোহনপুর ইউনিয়নের ক্লিক মোড় থেকে দহকুলা খেয়াঘাট অবদি প্রায় আড়াই কিলোমিটার সড়ক পথ স্থানীয় এলজিইডি থেকে প্রায় ১৫ বছর আগে পাকাকরণ করা হয়। এর মধ্যে একাধিকবার এ সড়ক সংস্কার করা হয়েছে। এ সড়ক পথে দহকুলা ছাড়াও গোনাইগাঁতী, এলংজানী, কোনাবাড়ী, দইমুচি গ্রাম এলাকার লোকজন চলাচল করে থাকে। দহকুলা খেয়াঘাট থেকে মোহনপুর বাজার পর্যন্ত বহু সংখ্যক যাত্রীবাহি অটোভ্যান ও ইজিবাইক চলাচল করে। এবারের বন্যা প্রথম দিকে দহকুলা খেয়াঘাট থেকে হাটখোলা পর্যন্ত সড়ক পথের ক্ষতি হয়েছে। এর মধ্যে দহকুলা খেলার মাঠ এলাকায় প্রায় ৫শ ফুট সড়কের বেশি ক্ষতি হয়েছে। সেখানে দু’পাশ ধ্বসে গেছে। দহকুলা নবীন ভাস্কর সংঘ এর উদ্যোগে বর্ষাকালে প্রায় ৩২ হাজার টাকা ব্যয়ে সড়কটির ক্ষতি ঠেকাতে বাঁশের পাইলিং এবং মাটির বস্তা ফেলা হয়। এ সংঘের উপদেষ্টা ইকবাল হোসেন জানান, দহকুলা গ্রামের সাধারণ জনগন সড়কটি সংস্কারের বিনা পারিশ্রমিকে দু’তিন দিন শ্রম দিয়েছেন। বন্যার পানির তোওে নদী পাড়ে সড়কের এ অংশটুকু ক্ষতি ঠেকানো যায়নি। উপজেলা প্রকৌশলী মাঈন উদ্দিন বলেন, সড়কটির দহকুলা মোড় থেকে খেয়াখাট পর্যন্ত নদী পাড় বেয়ে সড়কপথ নির্মান ও পাকাকরণ করা হয়। নদী পাড়ে হওয়ায় সেখানে সড়ক টিকছে না। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে নদী পাড় রক্ষনাবেক্ষনে ব্লক বসানো হলে সেখানে সড়কটির ধ্বসে যাওয়ার মত আর ক্ষতি হবে না। পাউবো উল্লাপাড়ার উপ-বিভাগীয় কার্যালয়ের এসডিই মোঃ মিল্টন হোসেন জানান, দ্বিতীয় পর্যায়ে মোহনপুরের দহকুলা হয়ে বয়ে যাওয়া নদীটির পুনঃখনন এবং নদী পাড় রক্ষনাবেক্ষনে ব্লক বসানোর পরিকল্পনা রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments