শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাশাহজাদপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত

শাহজাদপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত

বিমল কুন্ডু: ‘বঙ্গবন্ধুর দর্শন সমববায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে আজ শনিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে শাহজাদপুরে ৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০ উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তর এ কর্মসূচির আয়োজন করে। এদিন সকাল ১০ টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এ কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মারুফ হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, মিল্ক ভিটার পরিচালক আব্দুস ছামাদ ফকির, সমবায়ী নওশের আলী, শাহাদৎ হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর আজাদ রহমান ৩টি শ্রেষ্ঠ সমবায় সমিতি, ৮ জন শ্রেষ্ঠ সমবায়ী ও ৭ জন সফল সমবায়ীর মাঝে পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইউনিসেফের উপজেলা কো-অর্ডিনেটর আব্দুল হালিম। সভায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিল।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments